অ্যাপশহর

লৌহ আকরিক রপ্তানিতে নিষেধাজ্ঞা? ইঙ্গিত ইস্পাতমন্ত্রীর

লৌহ আকরিক রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির বিষয়ে চিন্তাভাবনা করবে কেন্দ্রীয় সরকার। ঘরোয়া ইস্পাত শিল্পের চাহিদা পূরণে এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Ei Samay 20 Nov 2020, 12:58 pm
এই সময়: লৌহ আকরিক রপ্তানিতে নিষেধাজ্ঞা বসাতে পারে কেন্দ্র। বণিকসভা এমসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় এই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সে ক্ষেত্রে ভারতের ইস্পাত শিল্পের চাহিদা পূরণ করার পর যে অতিরিক্ত লৌহ আকরিক থাকবে, সেটা রপ্তানির অনুমোদন দেওয়া হতে পারে।
EiSamay.Com loan f
প্রতীকী ছবি


এ দিন মন্ত্রীর কাছে লৌহ আকরিকের জোগানের সমস্যা তুলে ধরে লৌহ ও ইস্পাত শিল্প মহল। শ্যাম স্টিল-এর ডিরেক্টর ললিত বেরিওয়ালা বলেন, 'গত কয়েক দশক ধরে আমরা ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত। বর্তমানে আমাদের কাছে যে লৌহ আকরিক রয়েছে, তা দিয়ে ১৫ দিনের বেশি উৎপাদন করা সম্ভব নয়। লৌহ আকরিকের বহু খনিতে উৎপাদন বন্ধ। লৌহ আকরিকের রপ্তানি বন্ধ করার জন্য সরকার নির্দেশ জারি করুক।' লৌহ আকরিক জোগান স্বাভাবিক করতে ওএমডিসি-কে হস্তক্ষেপ করার জন্য তিনি মন্ত্রীর কাছে আর্জি জানান।

অপর এক শিল্পপতি জানান, লৌহ আকরিকের বহু খনি চড়া দাম দিয়ে কেনার পরে অনেকেই উৎপাদন চালু না করায় ভারতের লৌহ ও ইস্পাত শিল্প তীব্র সমস্যায় পড়েছে। পাশাপাশি, করোনা পরিস্থিতির কারণেও অনেক খনিতে উৎপাদন বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ব্রেক্সিটের পরে ফের বিলেতে লাভ হবে, আশাবাদী টাটা স্টিল

জবাবে মন্ত্রী জানান, লৌহ আকরিকের জোগান সমস্যা নিয়ে তিনিও উদ্বিগ্ন। তাঁর মন্তব্য, 'আমাদের এই সমস্যার সমাধান বার করতেই হবে। প্রয়োজনে স্বল্পমেয়াদি ভাবে লৌহ আকরিকের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

ভারতের অভ্যন্তরে চাহিদা মিটিয়ে যে বাড়তি লৌহ আকরিক থাকবে, শুধুমাত্র সেটারই রপ্তানির অনুমোদন দেওয়া হবে কি না, তা আমরা খতিয়ে দেখছি।' এ ব্যাপারে রাজ্যগুলিরও দায়িত্ব রয়েছে বলে জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীদের উপযুক্ত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল