অ্যাপশহর

শেয়ার বাজারে অ্যামাজন জাদু, এক লহমায় $১৩ বিলিয়ন আয় জেফ-এর!

কোম্পানির শেয়ার এক ধাক্কায় ১৩ শতাংশ বাড়ায় বিশাল অঙ্কের লাভ হয়েছে জেফ বেজস-এর। তাঁর আয়ে যোগ হয়েছে ১৩.২ বিলিয়ন মার্কিন ডলার। ৫২ বছর বয়সী জেফের নেট ওয়র্থ ১২৯.৫ বিলিয়ন মার্কিন ডলার।

EiSamay.Com 31 Jan 2020, 12:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার Amazon.com Inc-এর তরফে প্রকাশ করা হয়েছে অক্টোবর-ডিসেম্বরের ত্রৈমাসিক রেজাল্ট যেখানে দেখা গিয়েছে গত দু’বছরে প্রাইম লয়্যালটি ক্লাবে সদস্য সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। আয় বাড়াতে বিশেষ সাহায্য করেছে সংস্থার ওয়ান-ডে শিপিং প্রোগ্রাম।
EiSamay.Com Amazon chief jeff Bezos wealth increased by 13 billion dollars
জেফ বেজস


ত্রৈমাসিক ফলাফল সামনে আসতেই শেয়ার বাজারে বেড়ে যায় সংস্থার দর। ১৩ শতাংশ শেয়ার দর বাড়ার ফলে ফের একবার এক ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালাইজেশন ক্লাবে ঢুকে পড়ে অ্যামাজন সংস্থা। সংস্থার অ্যাটলান্টিক ইক্যুইটিজ অ্যানালিস্ট জেমস কর্ডওয়েল জানিয়েছেন, ‘একদিনের শিপিং উদ্যোগের ফলে প্রাথমিকভাবে যে মার্জিন প্রেশারের মধ্যে আমরা ছিলাম তা কাটিয়ে উঠতে পেরেছি।’

অ্যামাজনের প্রধান ফিন্যানশিয়াল অফিসার ব্রায়ান ওলসাভস্কি সাংবাদিকদের জানিয়েছেন চতুর্থ ত্রৈমাসিকে ওয়ান-ডে শিপিংয়ের জন্যে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ হওয়ার সম্ভাবনা জাহির করেছিল সংস্থা। বাস্তবে তার থেকে কিছুটা কমই হয়েছে। অ্যামাজনের চিফ এগজিকিউটিভ জেফ বেজস জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম অনলাইন রিটেলার অ্যামাজনের এই মুহূর্তে ১৫০ মিলিয়ন পেইড গ্রাহক রয়েছেন। কোম্পানির শেয়ার এক ধাক্কায় ১৩ শতাংশ বাড়ায় বিশাল অঙ্কের লাভ হয়েছে জেফ বেজস-এর। তাঁর আয়ে যোগ হয়েছে ১৩.২ বিলিয়ন মার্কিন ডলার। ৫২ বছর বয়সী জেফের নেট ওয়র্থ ১২৯.৫ বিলিয়ন মার্কিন ডলার।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল