অ্যাপশহর

এয়ার ইন্ডিয়ায় নিয়োগ ৫০০ নতুন পাইলট, ১৫০০ কেবিন ক্রু

আগামী দু' থেকে তিন বছরের মধ্যে ৫০০ পাইলট এবং প্রায় দেড় হাজার কেবিন ক্রু নিয়োগ করতে চলেছে এয়ার ইন্ডিয়া। এমনটাই জানিয়েছেন এক উচ্চপদস্থ আধিকারিক।

EiSamay.Com 27 Jul 2016, 1:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী দু' থেকে তিন বছরের মধ্যে ৫০০ পাইলট এবং প্রায় দেড় হাজার কেবিন ক্রু নিয়োগ করতে চলেছে এয়ার ইন্ডিয়া। এমনটাই জানিয়েছেন এক উচ্চপদস্থ আধিকারিক।
EiSamay.Com air india to recruit 500 pilots 1500 cabin crew in next 2 3 years
এয়ার ইন্ডিয়ায় নিয়োগ ৫০০ নতুন পাইলট, ১৫০০ কেবিন ক্রু


এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (অপারেশনস) এন শিবারামাকৃষ্ণণন জানিয়েছেন, 'আগামী দু'-থেকে তিন বছরের মধ্যে কর্মী সংখ্যা বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। ফলে নিয়োগ করা হবে ৭০০ নতুন পাইলট। তার মধ্যে গত বছরের অগস্ট মাস থেকে আজ পর্যন্ত নিয়োগ করা হয়ে গিয়েছে ২৫০ নতুন পাইলট। ৪০০ পাইলট নিয়োগের বিজ্ঞাপন ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। সেই সঙ্গে কেবিন ক্রু-এর সংখ্যা বাড়িয়ে ৩০০০ করার লক্ষ্য এয়ার ইন্ডিয়ার। বর্তমানে যাঁরা আছেন, তাঁরা ছাড়াও আগামী দু'-তিন বছরে আরও ১৫০০ কেবিন ক্রু নিয়োগ করা হবে।'

এন শিবারামাকৃষ্ণণন আরও জানিয়েছেন, আগামী চার বছরের মধ্যে ১০০টি এয়ারক্রাফ্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল