অ্যাপশহর

দীপাবলির আগে ফের সুখবর, এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকও কমাল হোম-কার লোনে সুদ! জানুন...

দীপাবলির আগে সমস্ত ঋণে সুদের হার কমাল ব্যাংক অফ বরোদা। MCLR-এর ভিত্তিক সমস্ত ঋণে সুদের হার ৫ বেসিস পয়েন্ট হ্রাস করেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। ১২ নভেম্বর থেকে নয়া সুদের হার কার্যকর হবে।

EiSamay.Com 11 Nov 2020, 5:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি। তার আগে ঋণগ্রাহকদের জন্য আরও একটি স্বস্তির খবর। দুর্গাপুজোর আগে গাড়ি ও গৃহঋণের ক্ষেত্রে ব্যাংক অফ বরোদা (Bank of Baroda) ছাড় ঘোষণা করেছিল। আর এবার সমস্ত ধরনের ঋণে সুদের হার কমাল তারা। এর ফলে গাড়ি, খুচরো এবং হোম লোনও সস্তা হতে চলেছে।
EiSamay.Com money 2
প্রতীকী ছবি


ন্যূনতম যে পরিমাণ সুদ না পেলে ব্যাংক ঋণগ্রহীতাকে টাকা ধার দিতে পারে না, তার নাম মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট বা MCLR। সমস্ত ধরনের ঋণে MCLR ভিত্তিক সুদের হার ৫ বেসিস পয়েন্ট হ্রাস করা হয়েছে বলে ব্যাংক অফ বরোদা বুধবার বাজার নিয়ামক সংস্থার কাছে দাখিল নথিতে জানিয়েছে। ১২ নভেম্বর, ২০২০ থেকে নতুন সুদের হার কার্যকর হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

এর ফলে এক বছর মেয়াদে MCLR-এর ভিত্তিক সমস্ত ঋণে সুদের হার ৭.৫০ শতাংশ থেকে কমে দাঁড়াল ৭.৪৫ শতাংশ। গাড়ি, রিটেইল এবং হাউজং-সহ সমস্ত ধরনের গ্রাহক ঋণে এটি সাধারণ সুদের হার। এদিকে, ১ দিন থেকে ৬ মাস মেয়াদের সুদে MCLR কমে ৬.৬০ থেকে ৭.৩০ শতাংশে নেমে এসেছে।

আরও পড়ুন: গ্রাহকদের সাবধান করল SBI, এই সামান্য ভুলে হতে পারেন সর্বস্বান্ত! জানুন...

এর আগে গত ১ নভেম্বর রেপো রেট ভিত্তিক সুদের হার (RLLR) ১৫ বেসিস পেয়েন্ট হ্রাস করেছে ব্যাংক অফ বরোদা (BoB)। এর ফলে তা ৭ শতাংশ থেকে কমে দাঁড়ায় ৬.৮৫ শতাংশ। সংশোধীত নয়া সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে RLLR ভিত্তিক সমস্ত খুচরো সুদের হার স্থির করেছে তারা। হোম লোন, বন্ধকি লোন, কার লোন, এডুকেশন লোন, ব্যক্তিগত লোন এবং অন্য সমস্ত ধরনের লোনেও ১ নভেম্বর থেকে নয়া সুদের হার কার্যকর হয়। RLLR-এ রিভিশনের পরে ব্যাংক অফ বরোদা-য় (BoB) গৃহঋণে ন্যূনতম সুদের হার কমে দাঁড়িয়েছে ৬.৮৫ শতাংশ। কার লোনের ক্ষেত্রে গ্রাহককে মাত্র ৭.১ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে।

গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে ১ হাজার ৬৭৯ কোটি টাকা নিট মুনাফা হয়েছে ব্যাংক অফ বরোদা'র। নিট ইন্টারেস্ট ইনকাম (NII) ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৮ কোটি টাকা। আর সেপ্টেম্বর ত্রৈমাসিকে সুসংহত নিট লাভ দাঁড়ায় ১ হাজার ৭৭১ কোটি টাকা। উল্লেখ্য, বর্তমানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ২.৯ শতাংশ থেকে ৫.৩ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাংক অফ বরোদা।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

      পরের খবর

      Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল