অ্যাপশহর

ভালো নেই ভারতীয় অর্থনীতি, GDP বৃদ্ধির নিম্নমুখী পূর্বাভাস ADB-র

এর কারণ হিসেবে কর্ম সংস্থানে ভাটা এবং গ্রামে শষ্য উৎপাদনের ফলে গ্রামাঞ্চলের মানুষের আয়ের পথ কমে যাওয়াকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। লতি আর্থিক বছরে ৬.৫ শতাংশ হারে জিডিপির পূর্বাভাস দিয়েছিল তারা।

EiSamay.Com 12 Dec 2019, 3:37 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি। যার প্রতিফল ঘটছে বৃদ্ধির হারেও। ভারতের অর্থনীতি যে ভালো অবস্থায় নেই তা আরও একবার স্পষ্ট করে দিল এশিয়ান ডেভেলপমেন্টাল ব্যাংক (ADB)। বুধবার ভারতের নিম্নমুখী বৃদ্ধির হারের পূর্বাভাস দিল তারা। ২০১৯-২০ আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৫% হতে পারে বলে পূর্ববর্তী পূ্র্বাভাসে জানিয়েছিল ADB। এ দিন তা নামিয়ে আনা হয়েছে ৫.১ শতাংশে।
EiSamay.Com modi
নরেন্দ্র মোদী (ফাইল ছবি)


এর কারণ হিসেবে কর্ম সংস্থানে ভাটা এবং গ্রামে শষ্য উৎপাদনের ফলে গ্রামাঞ্চলের মানুষের আয়ের পথ কমে যাওয়াকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।

২০১৯-এর শুরুতে ভারতীয় অর্থনীতি ও জিডিপি'র হার নিয়ে বিপুল সম্ভাবনার কথা জানিয়েছিল ADB। চলতি আর্থিক বছরে ৬.৫ শতাংশ হারে জিডিপির পূর্বাভাস দিয়েছিল তারা। একইভাবে পরবর্তী আর্থিক বছরের জন্য তা বেড়ে ৭.২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছিল। আর পরবর্তী আর্থিক বছরের তা ৬.৫ শতাংশ হতে পারে বলে সম্ভাবনার কথা জানানো হয়েছে।

ভারতের আর্থিক বৃদ্ধি গত ৬ বছরের মধ্যে তলানিতে এসে ঠেকছে। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জাতীয় উৎপাদন (GDP) বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে মাত্র ৪.৫ শতাংশ। সরকারি পরিসংখ্যানে দেশের অর্থনীতির এই করুণ চিত্র সামনে এসেছে। তার মধ্যে ADB-র এই পূর্বাভাস মোদী সরকারের অস্বস্তি আরও বাড়াল।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল