অ্যাপশহর

Gautam Adani: হিন্ডেনবার্গ ক্ষতি সামলাতে নয়া পরিকল্পনা, সম্পত্তি বাঁচাতে মরিয়া আদানি গ্রুপ

হিন্ডেনবার্গের এক রিপোর্টে মাত্র কয়েক দিনের মধ্যেই ভয়াবহ ভাবে আছড়ে পড়েছে আদানি গ্রুপের শেয়ার। তবে পরিস্থিতি সঠিক করতে মরিয়া আদানি গ্রুপ।

Produced byকিশোর শীল | EiSamay.Com 13 Feb 2023, 5:00 pm

হাইলাইটস

  • গত 20 দিন ধরে আদানি গ্রুপের একাধিক স্টক হু হু করে নামছে
  • আদানি গ্রুপ রেভিনিউ গ্রোথ 40 শতাংশ থেকে কমিয়ে 15-20 শতাংশে নামিয়ে আনতে চলেছে
  • গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ অনেকটা কমেছে
EiSamay.Com Gautam Adani
গৌতম আদানি
Adani Group: সম্প্রতি বেকায়দায় পড়েছে আদানি গ্রুপ। মার্কিন আর্থিক রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গের প্রভাব এখনও আদানি গ্রুপের শেয়ারে পরিলক্ষিত হচ্ছে। গত 20 দিন ধরে আদানি গ্রুপের একাধিক স্টক হু হু করে নামছে। আদানি গ্রুপের নয়া পরিকল্পনা মোতাবেক, একদিকে যেমন সংস্থাটি হিন্ডেনবার্গের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে, তেমনই যাবতীয় ক্ষতির পরিমাণ কমাতেও সব দিকেই নজর দেওয়া হয়েছে। পাশাপাশি পরিশোধ করা হচ্ছে ঋণও। নয়া পরিকল্পনা মোতাবেক, আদানি গ্রুপ আগামী অর্থ বছরের জন্য রেভিনিউ গ্রোথ 40 শতাংশ থেকে কমিয়ে 15-20 শতাংশে নামিয়ে আনতে চলেছে।
গত মাসেই 24 জানুয়ারি আদানি গ্রুপের বিরুদ্ধে রিপোর্ট পেশ করেছিল হিন্ডেনবার্গ। রিপোর্ট সামনে আসার পরেই ভয়াবহ ক্ষতির মধ্যে পড়েছিল গ্রুপটি। টানা কয়েকদিন শেয়ার বাজারে হু হু করে পতন ঘটে গ্রুপের একাধিক শেয়ার দরের। এই রিপোর্ট প্রকাশ পেতেই কার্যত ঝড় বইছে আদানি গ্রুপের উপর দিয়ে। এখন পর্যন্ত আদানি গ্রুপের মার্কেট ক্যাপ 117 বিলিয়ন ডলারের বেশি কমে গিয়েছে।

Adani Group: কাঁটা দিয়ে কাঁটা তোলার পরিকল্পনা! হিন্ডেনবার্গকে টাইট দিতে মার্কিন সংস্থাতেই ভরসা আদানির
উল্লেখ্য, আদানি গ্রুপের শেয়ারে ব্যাপক পতনের জেরে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ হু হু করে কমেছে। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের আগে গৌতম আদানি ছিলেন বিশ্বের ধনী তালিকায় চতুর্থ স্থানে। সেখান থেকে তিনি নেমে এসেছেন 21 নম্বরে। ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে রেভিনিউ গ্রোথ কমাতে পারে আদানি গ্রুপ। এছাড়া গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ঋণ পরিশোধ, নগদ অর্থ সঞ্চয়, মূলধন ব্যয় পরিকল্পনা হ্রাস করা এখন লক্ষ্য রয়েছে আদানি গ্রুপের।


হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে আদানি গ্রুপ

হিন্ডেনবার্গের রিপোর্টকে বারেবারেই ভুয়ো বলে দাবি করে এসেছে আদানি গ্রুপ। আগেই আদানি গ্রুপের তরফে জানানো হয়েছিল, তারা ওই রিপোর্টের বিরুদ্ধে আইনি রাস্তায় হাঁটবে। শেষ পর্যন্ত আমেরিকারই ল ফার্ম ওয়াচটেলকে নিয়োগ করেছে আদানি গ্রুপ। এই আইনি ফার্মটি নানা বিতর্কিত মামলা লড়ার জন্য সুপরিচিত। এমনকি টুইটার- এলন মাস্ক মামলায় টুইটারের পক্ষে এলন মাস্কের বিরুদ্ধে লড়েছিল সংস্থাটি।

Adani Wilmar: আদানি উইলমারে আয়কর দফতরের অভিযান, বড়সড় GST 'ঘোটালা'র অভিযোগ
অন্যদিকে, সোমবার আদানি গ্রুপের সবকটি শেয়ার রয়েছে রেড জোনে। আদানি এন্টারপ্রাইজের-এর দর 7 শতাংশের বেশি নেমেছে। আদানি পোর্টসও নেমেছে 6 শতাংশের বেশি। আদানি টোটাল গ্যাস ও আদানি ট্রান্সমিশনও 5 শতাংশের বেশি নেতিবাচক দেখিয়েছে।
লেখকের সম্পর্কে জানুন
কিশোর শীল
"কিশোর শীল ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে গত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। নিজের কর্মজীবনের শুরু থেকেই ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ব্যবসা সংক্রান্ত খবরের উপর ফোকাস রেখে বর্তমানে কিশোর হয়ে উঠেছেন কর্পোরেটের ট্রেন্ডিং খবরের খনিও। পাশাপাশি ভারতীয় রেলের খবরেও বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। ব্যবসার জগতের খবরের নানা ডেভলপমেন্ট ও আপডেট সম্পর্কে কিশোর হয়ে উঠেছেন বিশেষজ্ঞ। খুব সহজে জটিল বিষয়বস্তুকে পাঠকদের কাছে তুলে ধরার মতো লেখনীর প্রতিভা রয়েছে কিশোরের। গত দেড় বছরে ধরে কিশোর ব্যবসায়িক বিভাগে লেখা এবং সম্পাদনার কাজ করছেন। মার্কেটিং থেকে শুরু করে ফাইন্যান্স, লিডারশিপ থেকে শুরু করে উদ্যোক্তা- বিস্তৃত ক্ষেত্রেই তাঁর কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। লেখার সময় বাদে, কিশোরের দুটি হবিও রয়েছে। নানা ধরনের বই পড়তে ভালোবাসেন কিশোর। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত- নন ফিকশন বইয়ের পাঠক সে। একইসঙ্গে দাবার চ্যালেঞ্জ তাঁকে উৎসাহিতও করে। কোনও কিছু শিখতে যে কিশোর খুবই ভালোবাসে, তা বলাই বাহুল্য। শেখার প্রতি কিশোরের আগ্রহ তাঁর কাজের ফলাফলেই স্পষ্ট। পাঠকদের সবচেয়ে আপডেট খবর, দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কিশোর সর্বদাই তৈরি।"... আরও পড়ুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল