অ্যাপশহর

বেড়েই চলেছে সম্পদ, এখন বিশ্বের পঞ্চম ধনী মুকেশ আম্বানি!

বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ফোর্বসের মতে, তাঁর সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। মুকেশ আম্বানির ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির মূল কারণ জিও প্ল্যাটফর্ম (Jio Platforms)। বিশ্বের ধনকুবেরের তালিকার শীর্ষে জেফ বেজোস।

EiSamay.Com 23 Jul 2020, 6:30 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার থাবায় সারা বিশ্ব যখন ঋণের বোঝায় ডুবছে তখন যেন লক্ষ্মী ভর করেছেন মুকেশ আম্বানির উপরে। ক্রমশ উপচে পড়ছে তাঁর সম্পদের ঘড়া। তৈরি হচ্ছে নতুন রেকর্ড।
EiSamay.Com MUKESH
মুকেশ আম্বানি


গত ১০ জুলাই বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি হয়ে ওঠেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে এই স্থান দখল করেন তিনি। তাঁর মোট সম্পদের মূল্য ধরা হয়েছে ৭০.১ বিলিয়ন মার্কিন ডলার। এর দেড় সপ্তাহ যেতে না যেতে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হিসেবে নিজের স্থান পাকা করে নিয়েছেন মুকেশ আম্বানি। Forbes Real-Time Billionaires র‌্যাংকিং অনুসারে, এবারও ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে পঞ্চম স্থান দখল করেছেন তিনি। আম্বানির মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫.৬১ লক্ষ কোটি টাকা। এই মুহুর্তে মুকেশ আম্বানির ঠিক আগে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুগেরবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ ৮৯ বিলিয়ন মার্কিন ডলার।

বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য সর্বাধিক রেকর্ড বেড়ে ২,০১০ টাকায় পৌঁছে গিয়েছিল। ফলে এই শিল্প গোষ্ঠীর মোট বাজার মূল্য দাঁড়ায় ১৩.০০ কোটি টাকা। যার ফলে ভারতের দামীতম প্রতিষ্ঠান হয়ে ওঠে রিলায়েন্স। সেইসঙ্গে অনিল আম্বানির সম্পদের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি হয়ে ওঠেন তিনি। বুধবার মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ বেড়ে ৩.২ বিলিয়ন ডলার বা ৪.৪৯ শতাংশ।

ধনকুবেরের তালিকার শীর্ষে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পদ ১৮৫.৮ মার্কিন বিলিয়ন ডলার। মাইক্রোসফ্টের বিল গেটস রয়েছে দুইয়ে, সম্পদের পরিমাণ ১১৩.১ বিলিয়ন মার্কিন ডলার। LVMH Moet Hennessy Louis Vuitton-এর প্রধান বার্নার্ড অর্নল্ট পরিবার তিন নম্বরে রয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন চার নম্বরে।

আরও পড়ুন: প্রতি সপ্তাহে নতুন রেকর্ড, এবার সম্পদে গুগল প্রতিষ্ঠাতাদের টপকে ষষ্ঠ ধনী আম্বানি!

লকডাউনে বিভিন্ন শিল্প সংস্থায় যখন তালা ঝোলার অবস্থা এর ঠিক উলটো ছবি রিলায়েন্সে। তাদের সম্পদ ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে। আর মুকেশ আম্বানির ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম (Jio Platforms)। এই সংস্থায় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে। আর লগ্নিকারীদের তালিকায় আছে ফেসবুক, ইন্টেল ক্যাপিটাল, জেনারেল অ্যাটলান্টিক, আবু ধাবি ইন্টভেস্টমেন্ট গ্রুপের মতো সংস্থার নাম।

আরও পড়ুন: আর্থিক সংকটের সিঁদুরে মেঘ, করোনায় রেকর্ড বিশ্বের ঋণ

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল