অ্যাপশহর

Accenture Quarterly Result Forecast: রাজস্ব আদায় বাড়ল, তবু হতাশা জিইয়ে রইল Accenture-র ত্রৈমাসিক ফলাফলে

খাতায়-কলমে রাজস্ব, আয়, দু’টোই বেড়েছে। কিন্তু আইটি জগতের সাম্প্রতিক হতাশাজনক ফলাফলের ব্যতিক্রম হতে পারল না Accenture-ও!

Produced byDebasree Brahma | Lipi 17 Dec 2022, 10:48 am

হাইলাইটস

  • ত্রৈমাসিক ফলাফলের নিরিখে রাজস্ব ও আয় উভয়ই বেড়েছে।
  • কিন্তু আগামীদিনের আর্থিক ফলাফল প্রত্যাশার তুলনায় কমের ইঙ্গিত মিলেছে।
  • যা আইটি মহল নিয়ে সাম্প্রতিক উদ্বেগ জিইয়ে রাখল।
EiSamay.Com Accenture
ফাইল ফটো (সৌজন্যে - @accenture)
Accenture Quarterly Result Forecast: ত্রৈমাসিক ফলাফলের নিরিখে রাজস্ব ও আয় উভয়ই বেড়েছে। কিন্তু আর্থিক বর্ষের দ্বিতীয় অর্ধের ফলাফল প্রত্যাশার তুলনায় কম। যা আইটি মহল নিয়ে সাম্প্রতিক উদ্বেগ জিইয়ে রাখল।
কারণ, এই ফলাফলে একটা ব্যাপার পরিষ্কার যে, ম্যাক্রো-অর্থনৈতিক স্তরের অনিশ্চয়তার কারণে তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলি নিজেদের খরচ কমাচ্ছে। যার একটা প্রতিফলন দেখা যাচ্ছে এই ক্ষেত্র থেকে কর্মী ছাঁটাইয়ে।

শুক্রবার এই প্রবণতারই প্রতিফলন দেখা গিয়েছে Accenture-র ত্রৈমাসিক ফলাফলে। যেখানে রাজস্বের ও আয়ের পরিমাণ উভয়ই বৃদ্ধি পেয়েছে কিন্তু বিক্রির ক্ষেত্রে সামান্য হ্রাস লক্ষ্য করা গিয়েছে। যাতে বোঝা যাচ্ছে সার্বিকভাবে আইটি কোম্পানিগুলি একটা চাপে রয়েছে।

অথচ করোনা সংক্রমণের সময়ে ঠিক এর বিপরীত চিত্র লক্ষ্য করা গিয়েছিল। আইটি ও ট্রান্সফর্মেশন প্রকল্পের খরচ অস্বাভাবিক বাড়িয়েছিল আইটি কোম্পানিগুলি। কারণ, সেই সময়ে পুরো জগতই নিয়ন্ত্রণ করছিল ডিজিটাল ক্ষেত্র।

Udaan Layoff: ফের কর্মী ছাঁটাইয়ের পথে আরও এক ভারতীয় সংস্থা, তালিকায় কোন নাম?
কিন্তু সংক্রমণের প্রভাব কমা মাত্রই ফের আইটি ও ট্রান্সফর্মেশন প্রকল্পের খরচ স্বাভাবিক হয়েছে। যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে, কোম্পানির বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম হয়েছে।

যার জেরে Accenture-র মতো পরিষেবা প্রদানকারী সংস্থার আর্থিক ফলাফলে প্রভাব পড়েছে। কারণ, এই কোম্পানির কাছ থেকে যে সমস্ত ফার্মগুলি পরিষেবা নিয়ে থাকে, তারা এই মুহূর্তে দীর্ঘকালীন ভিত্তিতে মাথা ঘামাচ্ছে না। বরং তারা স্বল্পকালীন প্রকল্পের মাধ্যমে দ্রুত বেশি মুনাফা ঘরে তুলতে চাইছে।

ফাইল চিত্র।


যা আবার Accenture-র মতো পরিষেবা প্রদানকারী সংস্থার বাণিজ্যিক কর্মকাণ্ডের পরিসর আগের থেকে কিছুটা হলেও সঙ্কুচিত করে দিচ্ছে।

Accenture-এর নতুন বুকিং পর্ব শেষ হয়েছে গত 30 নভেম্বর। সেখানেই এই পরিসর সঙ্কোচনের বিষয়টি ধরা পড়েছে।

Salary Hike: কাউন্টডাউন শুরু! আপনার বেতন বাড়ছে কিনা, জেনে নিন
কারণ, গত বছরে বুকিং-এর হার গত নভেম্বরের বুকিং-এর হারের থেকে 3% কম হয়েছে। অঙ্কে যার পরিমাণ দাঁড়িয়েছে 16.22 বিলিয়ন ডলার। তবে এই বুকিং-এর হার আগের ত্রৈমাসের থেকে প্রায় 12% বেশি।

তবে রাজস্বের পরিমাণ বেড়েছে এবং তা প্রত্যাশিত মাত্রাকে ছাপিয়ে গিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, এই অর্ধে Accenture-র সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ হবে 15.58 বিলিয়ন ডলার।

কিন্তু তা বাস্তবে 5% বৃদ্ধি পেয়ে 15.7 বিলিয়ন ডলার হয়েছে। তবে বিক্রির হার কমেছে। তার হার প্রায় 9.5% কম হয়েছে। কোম্পানি শেয়ারপিছু 3.08 ডলার হারে মুনাফা করেছে।
লেখকের সম্পর্কে জানুন
Debasree Brahma
Business Consultant for EiSamay.Com, Bengali Digital of Times of India, a Product of Times Internet Ltd.... আরও পড়ুন

পরের খবর