অ্যাপশহর

নেই তাই মরছে রোজ ১৫, তবু সিটবেল্টে না ৭৫% চালকের

দেশের ৭৫% মানুষই গাড়িতে সিট বেল্ট ব্যবহার করেন না

EiSamay.Com 15 Nov 2017, 8:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নিজের তো বটেই, অন্যের সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটবেল্ট। কিন্তু, হেলমেট নিয়ে প্রচারের কাছে সিটবেল্টের প্রচার খুবই কম। তাই উদাসীনতাও বেশি। আর এর জেরেই দিনে কমপক্ষে ১৫টি মৃত্যু ঘটে। মারুতি সুজুকির সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশিত চাঞ্চল্যকর এই তথ্য।
EiSamay.Com 75 vehicle users in india dont wear seat belts leading to 15 deaths every day study
নেই তাই মরছে রোজ ১৫, তবু সিটবেল্টে না ৭৫% চালকের


শুধু তাই নয়, দেশের ৭৫% মানুষই গাড়িতে সিটবেল্ট ব্যবহার করেন না। এদের মধ্যে চালক, সহ-চালক এবং পিছনে বসা যাত্রীও রয়েছেন। ইউরোপে ৯৫% মানুষই সিটবেল্ট ব্যবহার করেন। আমেরিকাতে যা ৮৫%। আরও দুর্ভাগ্যজনক তথ্য হল, গাড়ি চালকদের মধ্যে মাত্র ২৮% সিটবেল্ট ব্যবহার করেন।

দেখুন ইনফোগ্রাফিক্স: পথ দুর্ঘটনার পরে হিংসায় মৃত্যু

অথচ এ দেশে পথ দুর্ঘটনাতেই সবচেয়ে বেশি মৃত্যু ঘটে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের এক সমীক্ষা (২০১৬) অনুযায়ী, ২০১৬-তে সিট বেল্ট না পরার জন্যই মোট ৫.৬৩৮ জন মানুষের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ওই বছরই মোট পথ দুর্ঘটনার সংখ্যা ১.৫ লাখ।
দেশের ১৭টি শহরে এই সমীক্ষা চালানো হয়। জোন-ভিত্তিক তথ্যে দেখা গেছে, দক্ষিণ ভারতে পুরুষদের তুলনায় মহিলারাই বেশি সিটবেল্ট ব্যবহার করেন না। সেখানে প্রায় ৮১% মহিলাই সিট বেল্ট ব্যবহার করেন না।

সিটবেল্ট না পরার কারণ
১. দুর্বল আইন। মূল কারণ এটি।
২. ২৭% মানুষ মনে করেন, সিট বেল্ট পরলে পোশাক নষ্ট হয়।
৩. ২৩% সিট বেল্টকে নিরাপদ মনেই করে না।
৪. ২০% বন্ধু বা পরিবারের কাউকে পরতে দেখেনি বলে পরে না।

সিটবেল্ট পরার কারণ
১. ৭৭%-এর মতে আইনের ভয়েই সিট বেল্ট পরা হয়।
২. ৬৪% মনে করে, সিট বেল্ট দুর্ঘটনা থেকে বাঁচায়।
৩. ৬৩% জানিয়েছে, সিট বেল্ট পরার সুফল দেখেই পরার সিদ্ধান্ত।
৪. ৫৬%-এর মতে, পরিবার ও বন্ধুদের উৎসাহের কারণেই সিট বেল্ট পরা।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল