অ্যাপশহর

বুধবার কলকাতায় সোনা-রুপোর দাম কী দাঁড়াল? জানতে ক্লিক করুন...

ভারতে নয়া রেকর্ডের দোরগোড়ায় সোনা। বুধবার কলকাতার বাজারে এই ধাতুর দাম ৫০ হাজার টাকা ছুঁইছুঁই। কলকাতার পাশাপাশি সর্বভারতীয় বাজারেও এই ধাতুর দাম বেড়েছে।

EiSamay.Com 16 Jul 2020, 4:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সাময়িক পতনের মন্দা কাটিয়ে দেশে ফের সোনার দাম বাড়তে শুরু করেছে। বুধবার কলকাতার পাইকারি বাজারে ৫০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে এই ধাতুর দাম। একইভাবে অগ্নিমূল্য রুপো। এক নজরে দেখে নেওয়া যাক এদিন সন্ধ্য়ায় সর্বভারতীয় এবং কলকাতার পাইকারি বাজারে সোনা-রুপোর দাম কী দাঁড়াল।
EiSamay.Com gold
প্রতীকী ছবি


ভারতের স্বর্ণ ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)। মূলত মুম্বই ভিত্তিক এই সংগঠনের দেওয়া তথ্য অনুসারে, বুধবার সন্ধ্যায় ২৪ ক্যারেটের (৯৯৯% শুদ্ধ) প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ২৫০ টাকা। আর ২২ ক্যারেট গিনি সোনার দাম ৪৯ হাজার ৫৩ টাকা। এ দিন রাতে ১ কিলোগ্রাম রুপোর বারের দাম দাঁড়িয়েছে ৫২ হাজার ১৯৫ টাকা।


কলকাতা ও তার পার্শবর্তী এলাকার প্রতিদিনের সোনা-রুপোর বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)। শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকানে তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে মূল্য স্থির করে। এই সংগঠনের দেওয়া তথ্য অনুসারে, এদিন সন্ধ্যায় প্রতি ১০ গ্রাম খাঁটি সোনার (২৪ ক্যারেট) বাজার মূল্য ৪৯ হাজার ৭৭০ টাকা থেকে বেড়ে
৪৯ হাজার ৯৬০ টাকায় এসে দাঁড়িয়েছে। একইভাবে প্রতি ১০ গ্রাম গিনি সোনার (২২ ক্যারেট) দাম ৪৭ হাজার ২২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৭ হাজার ৪০০ টাকা। আর গতকাল হলমার্ক গয়নার সোনার (২২ ক্যারেট) প্রতি ১০ গ্রামের দাম ছিল ৪৭ হাজার ৯৩০ টাকা। এদিন সন্ধ্যায় সেই দর দাঁড়ায় ৪৮ হাজার ১০০ টাকা।

অন্যদিকে, ১ কিলোগ্রাম ওজনের রুপোর বারের দাম ৫১ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫২ হাজার ৫৯০ টাকা। উল্লেখ্য, সোনা-রুপোর গয়নার ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হবে পণ্য ও পরিষেবা কর (GST) এবং মেকিং চার্জ। ফলে সোনা-রুপোর গয়না কিনতে গেলে পকেটে আরও টান পড়বে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল