অ্যাপশহর

নোটবন্দির পর ৯১ লক্ষ আয়কর দাতা বেড়েছে

'নোট ব্যান' পরবর্তী সময়ে ৯১ লক্ষ মানুষ নতুন করে আয়করের আওতাভুক্ত হয়েছেন বলে মঙ্গলবার এক অনুষ্ঠানে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

EiSamay.Com 16 May 2017, 8:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'নোট ব্যান' পরবর্তী সময়ে ৯১ লক্ষ মানুষ নতুন করে আয়করের আওতাভুক্ত হয়েছেন বলে মঙ্গলবার এক অনুষ্ঠানে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
EiSamay.Com  91 lakh persons come under tax net post note ban fm
নোটবন্দির পর ৯১ লক্ষ আয়কর দাতা বেড়েছে


'অপারেশন ক্লিন মানি' নামে নতুন একটি ওয়েবসাইট আনুষ্ঠানিক ভাবে চালু করে অর্থমন্ত্রী বলেন, গত ৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ডিমনিটাইজেশন'-এর সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই আয়কর খাতে সরকারের আয় একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে। একইসঙ্গে ডিজিটাইজেশনের লক্ষ্যের দিকেও অনেকখানি এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

সেই প্রসঙ্গেই তিনি জানান, সরকারের এই এক সিদ্ধান্তের জেরেই ৯১ লক্ষ মানুষ নতুন করে আয়করের আওতাভুক্ত হয়েছেন। জেটলির ধারণা, করদাতার সংখ্যা আরও বাড়বে।

মন্ত্রী জানান, ডিমনিটাইজেশন পরবর্তী সময়ে ব্যক্তিগত আয়কর সংগ্রহের পরিমাণও বেড়েছে। এই সময়ের মধ্যে ১৬,৩৯৮ কোটির অঘোষিত আয়ও চিহ্নিত করা সম্ভব হয়েছে। নতুন এই সাইটটি সত্‍‌ আয়করদাতাদের সহায়ক হবে বলে জানিয়েছেন জেটলি।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল