অ্যাপশহর

দু’হাজারি ঘোষণায় রাজনীতিতে কালো টাকা রোধের ব্যবস্থা নেই

নির্বাচনী সংস্কার নিয়ে বাজেটে অনেক কিছু ঘোষণা করা হয়েছে বলে হইচই পড়ে গিয়েছে৷

EiSamay.Com 2 Feb 2017, 11:56 am
নির্বাচনী সংস্কার নিয়ে বাজেটে অনেক কিছু ঘোষণা করা হয়েছে বলে হইচই পড়ে গিয়েছে৷ আমি কিন্ত্ত এর মধ্যে অভিনবত্ব কিছু দেখছি না৷ বুধবার বিকেল পর্যন্ত সংবাদমাধ্যম থেকে বরং বলব , সংস্কারের নামে হাস্যকর কতগুলি পদক্ষেপের কথা বলা হয়েছে৷ তিনটি সিদ্ধান্তের একটি নির্বাচন কমিশনই সুপারিশ করেছিল৷ যাতে বলা হয়েছে , রাজনৈতিক দলগুলিকে দু’হাজার টাকার বেশি পরিমাণ অর্থ দান করলে দাতার নাম প্রকাশ করতে হবে৷ এখন কুড়ি হাজার টাকা বা তার বেশি কেউ দান করলে তবেই দাতার নাম প্রকাশ করতে রাজনৈতিক দলগুলি বাধ্য৷ প্রশ্ন হল , টাকার অঙ্ক কমিয়ে দিলেই কি দাতার নাম জানা যাবে ? এখনই দেখুন , প্রায় সব দলই বলে থাকে তাদের আয়ের সিংহভাগ এসেছে ক্ষুদ্র দান থেকে৷
EiSamay.Com no topic of how to stop black money in this budget
দু’হাজারি ঘোষণায় রাজনীতিতে কালো টাকা রোধের ব্যবস্থা নেই


যার পরিমাণ কুড়ি হাজার টাকার কম৷ ওর থেকেই নাকি তারা ৬০০ -৭০০ কোটি টাকা আয় করছে ! নতুন নিয়ম চালু হলে দলগুলি দেখাবে , বেশির ভাগ দাতাই এক হাজার নয়শো নিরানব্বই টাকার কম দান করেছেন ! ফলে বোঝাই যাচ্ছে , রাজনৈতিক দলের তহবিলে কালো টাকা মজুত হওয়া আটকানোর কোনও ব্যবস্থা নেই এই বাজেটে৷ আর একটি সিদ্ধান্তের কথা বাজেটে বলা হয়েছে৷ তা হল , রাজনৈতিক দলগুলি চেক এবং অনলাইন -সহ ডিজিটাল মাধ্যমেও দান গ্রহণ করতে পারবে৷ আমি এই ঘোষণার কোনও অর্থ খুঁজে পাচ্ছি না৷ এমন তো নয় যে এত দিন রাজনৈতিক দলগুলিকে শুধু নগদেই চাঁদা দেওয়া যেত৷ যদি অনলাইনে চাঁদা দেওয়া বাধ্যতামূলক করা না হয়ে থাকে , তা হলে তো এই ঘোষণার কোনও অর্থ দেখছি না৷

তৃতীয় সিদ্ধান্তটি আরও বিস্ময়কর এবং আজব বলে মনে হয়েছে৷ সরকার ঘোষণা করেছে ---রাজনৈতিক দলগুলির নামে রির্জাভ ব্যাঙ্ক বাজারে বন্ড ছাড়বে৷ এই ভাবে নির্দিষ্ট দলের নামে বন্ড মারফত্ অর্থ জমা পড়বে৷ আমার কাছে বোধগম্য হচ্ছে না , রাজনৈতিক তহবিলে অর্থ প্রদানের ক্ষেত্রে কেন রির্জাভ ব্যাঙ্ককে যুক্ত করা হচ্ছে --যদি না রির্জাভ ব্যাঙ্ক কে-কোন দলের বন্ড কিনল , তা প্রকাশ করে ? আমার মনে হয় , এর থেকে সঠিক কাজ হত রাজনৈতিক দলগুলিকে তথ্য জানার অধিকার আইনের আওতায় আনা হলে৷ ২০১৩ -র মার্চে কেন্দ্রীয় তথ্য কমিশনার রাজনৈতিক দলগুলিকে তথ্য জানার অধিকার আইনের অধীনে আনতে চেয়েছিলেন৷ লক্ষণীয় হল , সব দল এক ছাতার নীচে এসে দাঁড়িয়েছে৷ কোনও দলই তাদের সম্পর্কে সাধারণ মানুষকে বিশদে জানাতে নারাজ !

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল