অ্যাপশহর

ডিজিটাল বাজেট: পঞ্চায়েত স্তরে ডিজিটাল ছোঁয়া, রাজনীতিতে 'e-mode’এর হাওয়া!

‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে মাথায় রেখে স্টার্টআপ গুলির জন্য ৭ বছরের কর মকুবের কথা ঘোষণা করেছেন অরুণ জেটলি।

EiSamay.Com 1 Feb 2017, 2:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বায়নের যুগে গ্রামের মানুষের দোরগোড়ায় যাবতীয় প্রকল্প পৌঁছে দেওয়াল লক্ষ্যে ঘোষণা করা হয়েছিল ডিজিটাল ইন্ডিয়া। ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটেও সেই লক্ষ্যপূরণে হাঁটলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মধ্যবিত্ত শ্রেণির স্বার্থে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে নয়া প্রস্তাব ঘোষণার পাশাপাশি গ্রামীণ ভারতকে আরও ডিজিটাল করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
EiSamay.Com interesting ideas to include rural areas in digital indi
ডিজিটাল বাজেট: পঞ্চায়েত স্তরে ডিজিটাল ছোঁয়া, রাজনীতিতে 'e-mode’এর হাওয়া!


সমাজের যে সমস্ত মানুষের ডেবিট, ক্রেডিট কার্ড নেই। ব্যবহার করেন না মোবাইল ফোনও। তাঁদের জন্য আধার ভিত্তিক পেমেন্ট ব্যবস্থার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। চলতি অর্থবর্ষেই ডিজিটাল লেনদেন সংক্রান্ত বিশেষ কেন্দ্র খোলার কথা জানানো হয়। আবার একইসঙ্গে ফসল বিমার পরিধি বাড়াতে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ও পদ্ধতির সঙ্গে পরিচিত বাড়াতে দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড লিঙ্ক বসানো হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

টেক ইন্ডিয়ার পক্ষে সওয়াল করে বাজেট পেশ শুরু করেছিলেন অরুণ জেটলি। ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে ই-পেমেন্ট ব্যবস্থায় জোর দেন তিনি। কেন্দ্রীয় সরকারের BHIM অ্যাপ ইতিমধ্যেই ১ কোটি ২৫ লক্ষ্য মানুষ ডাউনলোড করেছেন বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় জোর দিতে রেলের অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ মকুবের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্বচ্ছ রেলওয়েজ প্রকল্পেও বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০১৯ সালের মধ্যে রেলের প্রতিটি কোচে বায়োটয়লেট তৈরির কথা বলা হয়েছে। মধ্যবিত্তের সুবিধার্থে ডাকঘরে পাসপোর্ট পরিষেবার কথা প্রস্তাব করা হয়েছে। IT রিটার্ন ফাইলের পদ্ধতিকেও এক পাতায় সমাপ্ত করার কথা ঘোষণা করা হয়েছে।

প্রবীণ নাগরিকদের জন্য স্মার্ট কার্ড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জীবন বিমা নিগমকে। ভবিষ্যতে অনলাইনে FDI প্রকল্প চালুর কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৩৫০টি নয়া অনলাইন কোর্স চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।

‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে মাথায় রেখে স্টার্টআপ গুলির জন্য ৭ বছরের কর মকুবের কথা ঘোষণা করেছেন অরুণ জেটলি। বাজেট পেশের পরই চাঙ্গা শেয়ার বাজার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল।

ডিজিটাল ইন্ডিয়ার স্বার্থে ই-পেমেন্ট ব্যবস্থায় জোর যেমন দেওয়া হয়েছে। তেমনই স্বচ্ছ অর্থনীতির স্বার্থেও নগদ লেনদেনে পরিধি কমিয়েছেন অর্থমন্ত্রী। ৩ লাখ টাকার উপর নগদ লেনদেন অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলির তহবিলে অনুদান হিসেবে ২ হাজার টাকার বেশি না দেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন। এর ঊর্ধ্বে টাকা জমা করতে হলে চেক বা ডিজিটাল পদ্ধতিতে জমা করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিজিটাল ইন্ডিয়াকে স্বচ্ছ করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল