অ্যাপশহর

আধার নেই? রেলের বিশেষ কোটায় আর মিলবে না ছাড়

বর্তমানে ৫০টি ক্যাটেগরিতে রেল টিকিটে ছাড় দেয়। এর মধ্যে রয়েছে, সিনিয়র সিটিজেন, ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষক, ডাক্তার, নার্স, রোগী, খেলোয়াড়, বেকার যুবক, অর্জুন পুরস্কার প্রাপক ইত্যাদি।

EiSamay.Com 29 Jan 2017, 6:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রেলে বিশেষ কোটায় ছাড় পান? এ বার আধার কার্ড না থাকলে, আর সেই ছাড় মিলবে না। আধার কার্ড না থাকলে রেল কনসেশন পাওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় রেলমন্ত্রক। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের দিনই আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণাটি করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। রেলের বক্তব্য, রেলের বিশেষ ছাড়ের অপব্যবহার রোখার জন্যই এই ব্যবস্থা।
EiSamay.Com government may make aadhaar card mandatory for availing rail concession in budget 2017
আধার নেই? রেলের বিশেষ কোটায় আর মিলবে না ছাড়


বর্তমানে ৫০টি ক্যাটেগরিতে রেল টিকিটে ছাড় দেয়। এর মধ্যে রয়েছে, সিনিয়র সিটিজেন, ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষক, ডাক্তার, নার্স, রোগী, খেলোয়াড়, বেকার যুবক, অর্জুন পুরস্কার প্রাপক ইত্যাদি। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ পাইলট প্রজেক্ট নিয়েছে রেল। কনসেশন টিকিটে রেলের ২০১৫-১৬ আর্থিক বছরে খরচ হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা।

সরকারি তথ্যে দাবি, ইতোমধ্যে ১০০ কোটির বেশি আধার কার্ড ইস্যু করা হয়ে গিয়েছে।

# Government is contemplating to make Aadhaar or Unique Identification (UID) card mandatory to avail rail concession, and an announcement is likely to be made by Finance Minister Arun Jaitley while presenting the first combined General and Railway Budget on February 1.

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল