অ্যাপশহর

কাঠামোয় বড় পরিবর্তন, ₹৫ লাখ পর্যন্ত আয়ে কোনও কর নেই!

তবে একই সঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোর সুবিধা নিলে আগের কর কাঠামোর ছাড় পাবেন না আয়করদাতা। এছাড়াও ₹১৫ লাখ পর্যন্ত আয়ে বর্তমানে ২.৭৩ লাখ কর দিতে হয়। কোনও ছাড় না নিয়ে নয়া কাঠামোয় ₹১.৯৫ লাখ কর দিতে হবে।

EiSamay.Com 1 Feb 2020, 2:54 pm

হাইলাইটস

  • এছাড়াও করদাতাদের জন্য চার্টার গঠনের কথা জানান অর্থমন্ত্রী।
  • স্পষ্ট জানিয়ে দেন, 'সরকার চায় না করদাতাদের কোনওভাবে বিব্রত করা হোক। সে কারণে করদাতাদের নাজেহাল করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
India Budget 2020: Govt reduces income tax slabs sharply
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই কর কাঠামো পালটে আয়করের বোঝা কমালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আয়কর ব্যবস্থাকে সহজ করার পাশাপাশি আয়করের ছাড়ের ঊর্ধ্বসীমাও বাড়ানোর প্রস্তাব করলেন তিনি। নয়া প্রস্তাবে, ₹৫ লাখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না।
বাজেট-ভাষণে অর্থমন্ত্রী আরও জানান, ₹৫ লাখ থেকে ₹৭.৫ লাখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১০% আয়কর দিতে হবে। ₹৭.৫ লাখ থেকে ₹১০ লাখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১৫% আয়কর এবং ₹১০ লাখ থেকে ₹১২.৫ লাখ পর্যন্ত ২০% আয়কর দিতে হবে। আবার ₹১২.৫ লাখ থেকে ₹১৫ লাখ পর্যন্ত ২৫% আয়কর এবং ₹১৫ লাখ এবং তার বেশি আয়ের ক্ষেত্রে ৩০% আয়কর দিতে হবে।

ব্যক্তিগত আয়করে বড় ছাড়! জানুন


তবে একই সঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোর সুবিধা নিলে আগের কর কাঠামোর ছাড় পাবেন না আয়করদাতা। তিনি আরও জানান ₹১৫ লাখ পর্যন্ত আয়ে বর্তমানে ₹ ২.৭৩ লাখ কর দিতে হয়। কোনও ছাড় না নিয়ে নয়া কাঠামোয় ₹১.৯৫ লাখ কর দিতে হবে।

এছাড়াও করদাতাদের জন্য চার্টার গঠনের কথা জানান অর্থমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন, 'সরকার চায় না করদাতাদের কোনওভাবে বিব্রত করা হোক। সে কারণে করদাতাদের নাজেহাল করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল