অ্যাপশহর

Union Budget 2021: কেন্দ্রীয় বাজেট এবার পেপারলেস

কোভিড পরিস্থিতিতে এবার বাজেট (Union Budget 2021) পেশ করতে গিয়ে চেনা ছক ভাঙতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীমাতারম। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কাগজশূন্য বাজেট পেশ করা হবে। এতদিন কেন্দ্রীয় বাজেট অর্থ মন্ত্রকের নিজস্ব প্রেসে ছাপা হত।

Ei Samay 12 Jan 2021, 4:57 pm
এই সময়: এবার কাগজশূন্য কেন্দ্রীয় বাজেট (Union Budget 2021) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনও বাজেট কাগজ ছাপা হবে না। কারণ, বিশ্বব্যাপী করোনা মহামারী। এ ব্যাপারে ওয়াকিবহাল সরকারি সূত্র এ কথা জানিয়েছে।
EiSamay.Com budget 1
প্রতীকী ছবি


প্রতি বছর কেন্দ্রীয় বাজেট অর্থ মন্ত্রকের নিজস্ব প্রেসে ছাপা হয়। প্রায় ১০০ কর্মী প্রায় দু'সপ্তাহ দিন-রাত জেগে এই ছাপার কাজ করে থাকেন। সব থেকে বড় কথা এই ১৫ দিন তাঁরা একসঙ্গেই থাকেন। বাজেটের নিরাপত্তার কারণে তাঁরা বাড়ি পর্যন্ত যেতে পারেন না। বাজেট ছাপা হওয়ার পর যতক্ষণ নাপ্রতা সিল করে সংসদ ভবনে বাজেট পেশের দিন পাঠানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁদের ছুটি নেই। স্বাধীনতার পর থেকে গত বছর পর্যন্ত চলে আসা এই ব্যবস্থার এবার বদল ঘটছে।

Union Budget 2021: কেন ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? জানতে ক্লিক করুন...
বিশ্বব্যাপী কোভিড- ১৯ মহামারী এবং সংক্রমণের ঘটনা ফের বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকার বাজেট না ছাপার সিদ্ধান্ত নিয়েছে। বদলে বাজেটের সফ্ট কপি দেওয়া হবে।

এক সরকারি পদস্থ আধিকারিক বলেছেন, 'বাজেট পেপার বলতে যা বলা হয়, সেই কেন্দ্রীয় বাজেট এবং আর্থিক সমীক্ষা এবার ছাপা হবে না। পরিবর্তে সফ্ট কপি দেওয়া হবে।' সমস্ত সংসদ সদস্য বাজেটের সফ্ট কপি পাবেন বলে ওই আধিকারিক জানিয়েছেন।

আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে ২৯ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হবে যা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। দুটি ভাগে এবারের বাজেট অধিবেশন চলবে। প্রথম ভাগে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে অধিবেশন চলবে ৮ মার্চ থেকে ৮ এপ্রিল। দুটি পর্যায়ের মধ্যে ১৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত অধিবেশনের বিরতি। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে সংসদে গত বছরের শীতকালীন অধিবেশন বসেনি।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল