অ্যাপশহর

প্রতিরক্ষা বাজেট: ઐતિહાસিক প্রতিরক্ষা 3 কোটি কোটি টাকা, আবারও ওআরপির প্রতিশ্রুতি!

সেনাকর্মীদের জন্য ‘এক র‌্যাঙ্ক এক পেনশন’ (OROP) প্রকল্পে ৩৫ হাজার কোটি ঘোষণা করেছেন গোয়েল।

EiSamay.Com 1 Feb 2019, 4:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ঐতিহাসিক বরাদ্দ করলেন অর্থ মন্ত্রকের সাময়িক দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েল। প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ২০১৯-২০ অর্থবর্ষে ₹৩ লাখ কোটির বাজেট বরাদ্দ করা হল। আজ সংসদে বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। এছাড়াও র‌্যাঙ্ক অনুযায়ী বেতন-বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি।
EiSamay.Com Defence Budget
প্রতীকী ছবি


বাজেট পেশের সময় পীযূষ গোয়েল বলেন, 'আমাদের সৈন্যদের জন্য আরও ফান্ডের প্রয়োজন। তাই প্রথমবার প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাবদ ₹৩ লাখ কোটির প্রস্তাব করছি।'

পড়ুন: নজরে নির্বাচন, বিশেষ নগদ কৃষিভাতা দেবে কেন্দ্র

সেনাকর্মীদের জন্য ‘এক র‌্যাঙ্ক এক পেনশন’ (OROP) প্রকল্পে ₹৩৫ হাজার কোটি 'খরচ' করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, ২০১৪ নির্বাচনের আগে 'ক্ষমতায় এলে একশো দিনের মধ্যে OROP চালুর' প্রতিশ্রুতি করেছিলেন নরেন্দ্র মোদী। যদিও মেয়াদ শেষের মুখেও তা সম্পূর্ণ রূপে চালু করতে পারেনি মোদী সরকার। যদিও অধুনা অর্থমন্ত্রীর মতে, '৪০ বছরেও OROP চালু করা যায়নি। এই সরকার তা করেছে।'

এক পদ এক পেনশন: অবসর যখনই হোক, একই মেয়াদ চাকরি করে একই পদ থেকে অবসর নিলে একই পেনশন পাওয়া যাবে। স্বেচ্ছাবসরকারীরাও এই সুযোগ পাবেন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল