অ্যাপশহর

ফুঁসছে পদ্মা, বাংলাদেশের মধ্যাঞ্চলে আরও বাড়বে বন্যার তীব্রতা

গঙ্গা-পদ্মা এবং ঢাকার চারপাশের নদনদী ছাড়া বাংলাদেশের অন্যান্য সমস্ত প্রধান নদনদীর জল কমতে শুরু করেছে। বাংলাদেশের উজানে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ জন্য যমুনা এবং সুরমা-কুশিয়ার মতো নদনদীর জলস্তর কমতে পারে।

EiSamay.Com 20 Jul 2019, 11:21 pm
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলে পদ্মার জল ক্রমশ বেড়ে চলেছে। যার জেরে বাংলাদেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও যমুনা জল কমতে থাকায় কিছুটা হলেও স্বস্তিতে প্রশাসন। এভাবে চলতে থাকলে দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের বন্যার দ্রুত উন্নতি হবে বলে শনিবার বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে।
EiSamay.Com flood


এদিন সরকারের তরফে বলা হয়েছে, গঙ্গা-পদ্মা এবং ঢাকার চারপাশের নদনদী ছাড়া বাংলাদেশের অন্যান্য সমস্ত প্রধান নদনদীর জল কমতে শুরু করেছে। বাংলাদেশের উজানে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ জন্য যমুনা এবং সুরমা-কুশিয়ার মতো নদনদীর জলস্তর কমতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কার্যনির্বাহী প্রকৌশলী মহম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া জানান, আগামী ২৪ ঘটায় পদ্মা নদীর জলস্তর সুরেশ্বর পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। পদ্মার জল বৃদ্ধির কারণে মধ্যাঞ্চলের মাণিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তবে টাঙ্গাইল,সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল