অ্যাপশহর

চরমে আর্থিক বৈষম্য, বিষ ছড়াচ্ছে ঢাকার ৭০% বাসিন্দার শরীর-মনে

ঢাকা শহরের ১২ হাজার ৪৬৮ মানুষের ওপরে সমীক্ষা চালিয়েছেন বিআইডিএস-এর গবেষক দল। তাতে দেখা গিয়য়েছে, রাজধানীর মাত্র ১০ শতাংশ মানুষের আয় পুরো শহরের বাসিন্দাদের মোট আয়ের ৪৪ শতাংশ। আর সবচেয়ে গরিব ১০ শতাংশ মানুষের আয় মোট আয়ের ১ শতাংশের কম।

EiSamay.Com 3 Dec 2019, 12:35 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকায় ক্রমেই বাড়ছে অর্থনৈতিক বৈষম্য। সম্পদের পাহাড়ের ওপরে বসে আছেন মুষ্টিমেয় কিছু মানুষ। অন্যদিকে, এক বিশাল সংখ্যক মানুষ নেই রাজ্যে বাস করছেন। আর ধনী-গরিবের আয়ের এই বিপুল বৈষম্য কুরে কুরে খাচ্ছে রাজধানীবাসীর শারীরিক ও মন। এমনই তথ্য সামনে এসেছে সাম্প্রতিকতম এক গবেষণায়।
EiSamay.Com dhaka
প্রতীকী ছবি


ঢাকা শহরের মানুষদের অবস্থা নিয়ে একটি গবেষণা চালিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিস বা বিআইডিএস। সোমবার প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে সেই গবেষণার তথ্য তুলে ধরেন প্রধান গবেষক জুলফিকার আলী। তাতে জানা গিয়েছে, রাজধানীর ৭১ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছেন। আর ৬৮ শতাংশ মানুষ কোনও না কোনও শারীরিক সমস্যায় আক্রান্ত।

চলতি বছরের জুন-জুলাই মাসে ঢাকা শহরের ১২ হাজার ৪৬৮ মানুষের ওপরে সমীক্ষা চালিয়েছেন বিআইডিএস-এর গবেষক দল। তাতে দেখা গিয়য়েছে, রাজধানীর মাত্র ১০ শতাংশ মানুষের আয় পুরো শহরের বাসিন্দাদের মোট আয়ের ৪৪ শতাংশ। আর সবচেয়ে গরিব ১০ শতাংশ মানুষের আয় মোট আয়ের ১ শতাংশের কম। শুধু তাই নয়, ঢাকা শহরের ৩.৫ শতাংশ মানুষ এখনও তিন বেলা খেতে পান না বলেও গবেষণায় উঠে এসেছে।

সাম্প্রতিকতম আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে, বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরগুলির তালিকায় স্থান ঢাকার স্থান উপরের দিকে। এক্ষেত্রে বাংলাদেশের রাজধানীর অবস্থান নিচের দিক থেকে তিন নম্বর। পরিবেশ, সংস্কৃতি, স্বাস্থ্য, পরিকাঠামো, শিক্ষা খতিয়ে দেখে এই তালিকা তৈরি হয়েছে।

চলতি বছরে ১৪০টি দেশ নিয়ে এই তালিকা তৈরি করেছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটে (ইআইইউ)। সবচেয়ে খারাপ শহরের তালিকায় এক নম্বর দামাস্কাস। লাগোস আছে দ্বিতীয় স্থানে। এর পরেই ঢাকার স্থান।

এক্ষেত্রে বাংলাদেশের রাজধানীর থেকে ভালো অবস্থা যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলির! অন্তত এমনই চিত্র ফুটে উঠেছে ইআইইউর রিপোর্টে। এছাড়া বিশ্বের বসবাসের সবথেকে অযোগ্য শহরগুলির তালিকায় করাচি, পোর্ট মোরেসবাই (পাপুয়া নিউ গিনি), হারারে, দৌয়ালা (ক্যামেরুন), আলজিয়ার্স এবং কারাকাসও জায়গা করে নিয়েছে।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল