অ্যাপশহর

টুকলি রুখতে মাথায় বাক্স! কড়া টিচারের বেয়াড়া কাণ্ডে হইচই

মেক্সিকোর এই ছবি ঘিরে হইচই পড়েছে। সমালোচনা করেছেন অভিভাবকরা। নকল রুখতে এইভাবে ছাত্রদের উপর 'অত্যাচার' করা হচ্ছে বলেও অভিযোগ অনেকের।

EiSamay.Com 7 Sep 2019, 6:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় টুকলি রুখতে বিবিধ উপায় নেয় স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের কেউ কেউ অবশ্য তবু ফন্দি এঁটে বেড়িয়ে যায়। কিন্তু, মেক্সিকোর এক স্কুলে টুকলি রুখতে যা করা হল, তার মোকাবিলা করা অসম্ভব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গেছে, ক্লাসরুমে বসে থাকা পড়ুয়াদের মাথায় কাগজের বাক্স পরিয়ে রেখেছেন শিক্ষক। প্রতি বাক্সে চোখের অবস্থানে দুটো করে ফুটো করা রয়েছে।
EiSamay.Com Viral Pic
এই সেই ছবি!


মেক্সিকোর এই ছবি ঘিরে হইচই পড়েছে। সমালোচনা করেছেন অভিভাবকরা। নকল রুখতে এইভাবে ছাত্রদের উপর 'অত্যাচার' করা হচ্ছে বলেও অভিযোগ অনেকের।


যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, পরীক্ষার্থীদের সম্মতি নিয়েই এই ব্যবস্থা করা হয়েছিল। একই পদ্ধতি কি আমাদের এখানেও চালু হওয়া উচিত? কী মনে করেন আপনি? জানান নীচের কমেন্ট বক্সে।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল