অ্যাপশহর

সাপের বিষেই বেঘোরে মৃত্যু বেদের, সংকটে বেদেনিও!

রাতে বাংলাদেশের আলিপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। একলু মিয়া যশোরের বারোবাজার এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী-সহ দীর্ঘদিন ধরে তাঁবু টানিয়ে সাতক্ষীরার বেদেপল্লিতে থাকতেন।

EiSamay.Com 24 Aug 2019, 9:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিষধর সাপের কামড়ে মারা গেলেন বেদে। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা হাসপাতালে ভরতি বেদেনি। মৃত ব্যাক্তির নাম একলু মিয়া (৩৫) ও তাঁর স্ত্রী আলিনা খাতুন (২২)।
EiSamay.Com Bungarus_caerulus


বৃহস্পতিবার রাতে বাংলাদেশের আলিপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। একলু মিয়া যশোরের বারোবাজার এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী-সহ দীর্ঘদিন ধরে তাঁবু টানিয়ে সাতক্ষীরার বেদেপল্লিতে থাকতেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় একলু মিয়া ও তাঁর স্ত্রী দুজনকেই একটি বিষধর সাপ কামড় দেয়। এরপর তাঁদের স্থানীয় ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করানো হয়। অবস্থার অবনতি হলে দুজনকেই সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক একলু মিয়াকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী আলিনা খাতুন এখনো চিকিৎসাধীন। আলিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল