অ্যাপশহর

'জনগণের জন্য কাজ করার সময় কখনও ক্লান্তি বোধ করি না'

শনিবার বিকেলে গণভবনে এক অনুষ্ঠানে দেশের ব্যাংকগুলির সংগঠন 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর (BAB) তরফে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২৭ লক্ষ কম্বল প্রদান করা হয়। এই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, 'জনগণের জন্য কাজ করার সময় আমি কখনও ক্লান্ত হই না। যদি জনগণ ভালো থাকে তবে সেটা আমার বড় অর্জন।'

EiSamay.Com 3 Nov 2019, 2:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের মানুষের কল্যাণ করাই তাঁর জীবণের লক্ষ্য। সেই কাজ করার সময় কখনও ক্লান্তিবোধ করেন না বলে মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
EiSamay.Com hassina


শনিবার বিকেলে গণভবনে এক অনুষ্ঠানে দেশের ব্যাংকগুলির সংগঠন 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর (BAB) তরফে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২৭ লক্ষ কম্বল প্রদান করা হয়। এই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, 'জনগণের জন্য কাজ করার সময় আমি কখনও ক্লান্ত হই না। যদি জনগণ ভালো থাকে তবে সেটা আমার বড় অর্জন।'

আরও পড়ুন: ভারতের সঙ্গে চুক্তি নিয়ে জলঘোলা বাংলাদেশে, হাসিনাকে চিঠি দেবে BNP

আরও সৎভাবে কাজকর্ম পরিচালনার জন্য ব্যাংকের ব্যাংকের শীর্ষ কর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ব্যাংক নিয়ে বিভিন্ন কথা লেখা হচ্ছে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আপনারা যেহেতু অনেক বেশি কাজ করেন, তাই জনগণের আপনাদের কাছে প্রত্যাশা বেশি। যদি আপনি সৎভাবে ব্যাংক পরিচালনা করেন তাহলে কোনও সমস্যা হবে না।'

ব্যাংকিং ক্ষেত্ৰে বিকাশে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, 'আমরা জনগণের মধ্যে ব্যাংক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পদক্ষেপ করেছি। সাধারণ মানুষও এখন বিভিন্ন কাজের জন্য ব্যাংক ব্যবহার করছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি উভয় ব্যাংকই এর সুবিধা পাচ্ছে।'

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল