অ্যাপশহর

ঢাকার হাসপাতালে ভয়াবহ আগুন, আহত ১০

ঢাকার মুগদা হাসপাতালের ছ'তলা থেকে বেরতে শুরু হয়। জানা গিয়েছে, AC- বিস্ফোরণের জেরেই আগুন লেগে যায়। ঘটনায় গুরুতর আহতের সংখ্যা কমপক্ষে ১০। বিশদ জানতে পড়ুন...

Lipi 22 Oct 2021, 2:32 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় আহত হাসপাতালেরই ১০ জন কর্মী। জানা গিয়েছে, AC-তে বিস্ফোরণের জেরে হাসপাতালের ছ’তলায় আচমকা ওই আগুন লেগে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ আগুনের খবর পায় দমকল। প্রায় একঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ওই কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
EiSamay.Com Bangladesh Fire
প্রতীকী ছবি


প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতালের ছ’তলায় থাকা ইকো ক্যাথ ল্যাবের AC-তে বিস্ফোরণের জেরেই ওই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল ও ফায়ার সার্ভিসের তরফ থেকে পৃথক দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়। কী ভাবে ওই আগুন লাগল, তা খতিয়ে দেখার জন্যই ওই তদন্ত কমিটি গড়া হয় বলেই খবর। ওই ক্যাথ ল্যাবের পাশেই ICU আছে। ফলত বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেন, ‘কোভিড ICU-কে নন-কোভিড করা হচ্ছিল। তাই সেখানে রোগী ছিল না। করোনার কারণে বন্ধ থাকা ক্যাথল্যাব চালুর প্রক্রিয়া চলছিল। ওই অগ্নিকাণ্ডের জেরে ICU সহ ক্যাথল্যাবও ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তাঁর সংযোজন, ‘ঠিক কী কারণে ওই আগুন লেগেছিল, সেটা খতিয়ে দেখার জন্য আমরা হাসপাতাল থেকে ন' সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। এছাড়াও ফায়ার সার্ভিস একটি পৃথক তদন্ত চালাবে।’

মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমদুল কবির বলেন, 'ঘটনার সময় কোন রোগী সেখানে ছিলেন না৷ হাসপাতালের কর্মীরাই কাজ করছিলেন৷ এদিন ক্যাথল্যাবে কাজ চলছিল। আহতদের প্রাথমিক চিকিৎসার পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’

ভুয়ো ভিডিয়ো ছড়ানোর অভিযোগে বাংলাদেশে গ্রেফতার কলেজ শিক্ষিকা
জানা গিয়েছে, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের তিনজন নার্স আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন ক্যাথল্যাবের টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার । তিনি জানান, তাঁরা ল্যাবে কাজ করছিলেন। হঠাৎ ল্যাবের AC ফেটে যায়। তারপরেই ল্যাবে আগুন ধরে যায়।

এছাড়াও মণিকা পেরেরা, শাহিনা আক্তার, মেরি আক্তার, রুমি খাতুন, সাইদুর রহমান, নাজমুল ইসলাম ও আলমগীর রাজন ওই ঘটনায় আহত হয়েছেন। মণিকা সিনিয়র স্টাফ নার্স এবং ইকো ক্যাথ ল্যাবের ইনচার্জ । ঘটনায় তাঁর হাত, পা ও মুখ দগ্ধ হয়েছে শাহিনাও নার্স। তিনিও আঘাত পেয়েছেন।

কীর্তনে প্রতিবাদের ডাক, বাংলাদেশে বন্ধ ইসকনের টুইটার
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ সাজ্জাদ হোসেইন জানিয়েছেন, মুগদা জেনারেল হাসপাতালে ICU-তে বৈদ্যুতিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল