অ্যাপশহর

বাংলাদেশের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কমপক্ষে ৫২ জনের মৃত্যু

বৃহস্পতিবার বিকেলে Bangladesh Factory-তে লাগা আগুন নেভানো সম্ভব হয়নি এখনও... মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে.... কারখানার সামনে এখন স্বজনহারাদের হাহাকার আর আর্তনাদ....

EiSamay.Com 9 Jul 2021, 4:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: Bangladesh-এর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। বৃহস্পতিবার বিকালে আগুন লাগে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায়। সেই আগুন শুক্রবার দুপুর পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। তারা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইদিকে ওই সময় কারখানার ভিতরে যে সব কর্মী ছিলেন তারা বের হয়ে আসতে পারেননি। এই Fire Incident-এ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দমকল বাহিনী এবং এলাকার প্রশাসনের আধিকারিকরা।
EiSamay.Com bangladesh fire


ওই কারখানার সামনে এখন স্বজনহারাদের হাহাকার আর আর্তনাদ। তবে গতকাল থেকে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা জানিয়েছেন, কারখানার চতুর্থ তলার গেট বন্ধ থাকার কারণে অনেক শ্রমিক বাইরে আসতে পারেননি। চারতলায় প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করছিলেন।

অন্যদিকে, নিখোঁজ শ্রমিকদের দ্রুত সন্ধান চেয়ে তাদের আত্মীয় স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওই কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয় পুলিশকে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ওই কারখানার ভিতরে প্লাস্টিক ও রাসায়নিক পদার্থ আছে। তাই আগুন নেভানোর পর আবার তা জ্বলে উঠছে। আগুন নেভাতে দমকলের ১৮টি ইউনিট কাজ করছে। কারখানার নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত আগুন নেভানো গেলেও পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন জ্বলছে।

পুরো এলাকা কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে। আগুনের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রূপগঞ্জের ভুলতায় ওই ছতলা কারখানার নিচের তলায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন স্বপ্না রানী (৪৪) ও মিনা আক্তার (৩৪) নামে দুই শ্রমিক। পরে মোরসালিন (২৮) নামের একজন শ্রমিক বাঁচতে তৃতীয় তলা থেকে লাফ দেন। তিনজনই গতকালকেই মারা গিয়েছেন।

এলাকার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ জানান , ‘অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং গুরুতর আহত ব্যক্তিদের পরিবারপ্রতি ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এখন আমাদের প্রথম কাজ ওই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে নিখোঁজদের উদ্ধার করা।’

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, চারতলা থেকে ১৭ জনের দেহ উদ্ধার করে সেগুলি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই তলাতেই আরও অনেকের দেহ পড়ে আছে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের আরেক আধিকারিক জানান, মধ্যরাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সকাল থেকে কারখানার চারতলায় আবারও আগুন বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল