অ্যাপশহর

শরীরে করোনার উপসর্গ, আইসোলেশনে দিনাজপুরের শিশু

করোনার থাবা এবার শিশুর শরীরেও! বাংলাদেশের দিনাজপুরের এক শিশুকে করোনার উপসর্গ নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরীক্ষার পরেই বোঝা যাবে সে করোনার শিকার কেন

EiSamay.Com 25 Mar 2020, 5:11 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দিনাজপুরের বছর আটেকের এক শিশুকে আইসোলেশনে রাখা হয়েছে। গত আট দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছে শিশুটি। সোমবার রাতেই তাকে বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
EiSamay.Com Capture


উপজেলার স্বাস্থ্যকর্তা সোলায়মান হোসেন মেহেদি জানান, মঙ্গলবার সকালে শিশুটির নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআরে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে শিশুটিকে আইসেলেশনে ভর্তি করা হয় বলে জানান তিনি।

জেলা সিভিল সার্জন জানিয়েছেন, দিনাজপুর জেলায় হোম কোয়ারানটিনে রয়েছেন ১৯৮ জন। এ ছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৭৪ জন প্রবাসীর বাড়ি লাল পতাকা টাঙিয়ে দিয়েছে প্রশাসন। অন্যান্য উপজেলাতেও প্রবাসীদের বাড়ি লাল পতাকা টাঙানোর কাজ চলছে বলে জানান জেলা সিভিল সার্জন।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল