অ্যাপশহর

গজল-স্প্যানিশের যুগলবন্দি! নয়া গানে চমক কোক স্টুডিও বাংলার

Coke Studio Bangla নিয়ে এল তাদের নয়া গান। স্প্যানিশের (Spanish) সঙ্গে গজলের মিশ্রণে তৈরি হয়েছে 'বুলবুলি' (Coke Studio Bangla Bulbuli)। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদ্বয় ঋতুরাজ বৈদ্য ও সানজিদা মাহমুদ নন্দিতা এই গানে জুটি বেঁধেছেন। ইতিমধ্যেই গানটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) হিট। কী কী অভিনবত্ব রয়েছে এই মিউজিকে? জেনে নিন বিস্তারিত...

Produced byরূপসা ঘোষাল | EiSamay.Com 16 Apr 2022, 8:03 pm
একদিকে গজলের মিঠে সুর আর অপরদিকে স্প্যানিশের মিশেল। কাজী নজরুল ইসলামের 'বাগিচায় বুলবুলি তুই' গানের সঙ্গে স্প্যানিশের যুগলবন্দিতে তৈরি হল কোক স্টুডিও বাংলার নয়া গান 'বুলবুলি' (Coke Studio Bangla Bulbuli)। তৃতীয় এই গানটিতে জুটি বাঁধলেন ঋতুরাজ বৈদ্য ও সানজিদা মাহমুদ নন্দিতা। নববর্ষের দিন মুক্তি পেয়েছে গানটি। ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলেছে। ইউটিউবে লাইক আর ভিউজের বন্যা বয়ে গিয়েছে। মাত্র কয়েকঘণ্টাতেই ১২ লাখ সঙ্গীতপ্রেমী গানটি শুনে ফেলেছেন।
EiSamay.Com coke studio bangla bulbuli
কোক স্টুডিও বাংলা বুলবুলি।


মুক্তি পেল Coke Studio Bangla-র দ্বিতীয় গান, 'প্রার্থনা'র তালে মজেছেন সঙ্গীতপ্রেমীরা
'বুলবুলি' গানটিতে গজলের টাচের সঙ্গেই রয়েছে ফিউশনের সুর। সঙ্গে রয়েছে সৈয়দ গাউসুল আলম শাওনের লেখা ‘দোল দোল দোল দিয়েছে’ শ্লোকটিও। নতুন এই গানটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং এর মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন শুভেন্দু দাস শুভ। গানটিতে অ্যাকয়াস্টিক গিটার বাজিয়েছেন ইমরান আহমেদ এবং সাদুল ইসলাম। ক্লাসিক্যাল গিটার বাজিয়েছেন শুভেন্দু দাস শুভ, বেসে ছিলেন ফাইজান রশিদ আহমেদ, ট্রাম্পেট বাজিয়েছেন কাবিল মিয়া, স্যাক্সোফোন বাজিয়েছেন রাহিন হায়দার এবং সায়ন্তন মাংসাং। ড্রামসে ছিলেন পান্থ কানাই, পারকেশনিস্ট মহম্মদ মোকাররম হোসেন, মিঠুন চক্রবর্তী এবং মোবারক ইসলাম। পিয়ানো এবং কিবোর্ডে ছিলেন প্রদ্যুত চট্টোপাধ্যায়। ব্যাকগ্রাউন্ড ভোকালে ছিলেন করিশমা শানু সভ্যতা, রুবায়াত রেহমান এবং জান্নাতুল ফিরদৌস আকবর।

Coke Studio Bangla-র দ্বিতীয় গান মুক্তি পেয়েছিল ১ এপ্রিল। 'প্রার্থনা' গানটি গেয়েছন বাংলাদেশের শিল্পী মমতাজ ও মিজানুর রহমান। গানটির প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

যাত্রা শুরু Coke Studio Bangla-র, প্রথম সিজনে মন মাতাবেন কোন কোন শিল্পী?
ভারত ও পাকিস্তানের বিখ্যাত শিল্পীদের নিয়ে ভারতে অসম্ভব জনপ্রিয়তা পাওয়ার পর কোক স্টুডিও (Coke Studio) ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করে বাংলাদেশে। নানা ধরণের ফিউশন মিউজিক অ্যারেঞ্জমেন্টে তৈরি কোক স্টুডিওর গান গাইছেন বাংলাদেশের শিল্পীরা। 'একলা চলো রে' (Coke Studio Bangla Ekla Cholo) রবীন্দ্রসংগীত দিয়ে পথ চলা শুরু হয়েছে কোক স্টুডিও বাংলাদেশের। তারপর গত ২৩ ফেব্রুয়ারি ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে 'নাসেক নাসেক' গান দিয়ে শুরু হয় 'কোক স্টুডিও বাংলা'র প্রথম সিজন। যা অল্প কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত জনপ্রিয়তা আদায় করে নেয়। ইউটিউবে 'কোক স্টুডিও বাংলা'র চ্যানেলে এই গানের ভিউজ পেরিয়ে গিয়েছে 414K। বিভিন্ন প্রজন্মের একঝাঁক শিল্পীকে গান গাইতে শোনা যাবে বাংলা কোক স্টুডিও-তে। তালিকায় রয়েছেন, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিলশাদ নাহার কণা, সামিনা চৌধুরী, মিজানের মতো তারকা শিল্পীরা।
লেখকের সম্পর্কে জানুন
রূপসা ঘোষাল
যাদবপুর বিশ্বিদ্যালয়ের জোড়া পোস্ট গ্র্যাজুয়েট শংসাপত্রের পাশাপাশি মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছে রূপসা ঘোষাল। লালবাজার থেকে আলিমুদ্দিন আবার কখনও জ্বলন্ত বাগরি মার্কেট থেকে ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ, রূপসার রয়েছে পঞ্চায়েত-বিধানসভা-লোকসভা নির্বাচন কভার করার অভিজ্ঞতাও। একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অভিজ্ঞতার পাশাপাশি গত ২ বছরেরও বেশি সময় ধরে এই সময় ডিজিটালে কাজ করার সুবাদে ডিজিটাল সংবাদমাধ্যমে তাঁর অনায়াস বিচরণ। ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার হিসেবে রাজনৈতিক, সামাজিক এবং ডিজিটাল দুনিয়ায় উপযোগী খবর কিউরেট করতে তিনি পারদর্শী। বহুচর্চিত বিষয় ছেড়ে তিনি ভিন্ন স্বাদের খবর করতে বিশেষ উৎসাহী। অবসর যাপনে পছন্দ করেন ভ্রমণ, গান ও ডিজিটাল বিনোদনে সময় দিতে।... আরও পড়ুন

পরের খবর