অ্যাপশহর

বাসে বসেই ঢাকা থেকে দার্জিলিং-গ্যাংটক, পরিষেবা চালু ডিসেম্বরেই!

এই সময় ডিজিটাল ডেস্ক: ঢাকা থেকে বাসেই পৌঁছনো যাবে দার্জিলিং ও সিকিম। এই প্রথমবার বাসরুটে যাত্রার সুযোগ পাবেন দুই বাংলার পর্যটকরা। আগামী ১২ ডিসেম্বর থেকে ভারত-বাংলাদেশ এই নতুন রুটে বাস চলাচল শুরু হতে চলেছে।

EiSamay.Com 17 Dec 2019, 4:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঢাকা থেকে বাসেই পৌঁছনো যাবে দার্জিলিং ও সিকিম। এই প্রথমবার বাসরুটে যাত্রার সুযোগ পাবেন দুই বাংলার পর্যটকরা। আগামী ১২ ডিসেম্বর থেকে ভারত-বাংলাদেশ এই নতুন রুটে বাস চলাচল শুরু হতে চলেছে।
EiSamay.Com bus route from dhaka to darjeeling and sikkim will start from 12 december
বাসে বসেই ঢাকা থেকে দার্জিলিং-গ্যাংটক, পরিষেবা চালু ডিসেম্বরেই!


বৃহস্পতিবার ট্রায়াল-রান

১২ ডিসেম্বর অর্থাৎ, বৃহস্পতিবার হতে চলেছে ট্রায়াল রান। এর উপর নির্ভর করবে এই রুটের বাস চলাচল কতটা নিয়মিত ভাবে সম্ভব? ট্রায়াল সফল হলেই ঢাকা থেকে পর্যটকরা সরাসরি সিকিম বা দার্জিলিং যেতে পারবেন। একই ভাবে ঢাকা আসতে পারবেন সিকিম বা দার্জিলিঙের মানুষ।

ঢাকা থেকে শিলিগুড়ি

প্রসঙ্গত, সড়কপথে ঢাকা থেকে শিলিগুড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব আরও ১২০ কিলোমিটার (প্রায়)। সমদূরত্বে রয়েছে দার্জিলিংও।

দার্জিলিং থেকে গ্যাংটক

জানা গেছে, ১২ ডিসেম্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে প্রথমে শিলিগুড়ি পৌঁছবে ট্রায়াল বাসগুলি। রাতে সেখানে বিরতির (সম্ভবত বিকল্প ছোট বাসে) পর ১৩ ডিসেম্বর রওনা দেবে দার্জিলিং। ১৪ ডিসেম্বর থেকে পাহাড়ি পথে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছবে বাস। পরেরদিন গ্যাংকটে কাটিয়ে ১৬ ডিসেম্বর ফের ঢাকার পথে রওনা দেবে। ট্রায়াল-বাসে থাকবেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রকের কর্তারা।

২০১৯ থেকে সিকিমে বাংলাদেশি পর্যটকরা

প্রসঙ্গত, ২০১৮ পর্যন্ত সিকিমে যেতে পারতেন না বাংলাদেশি পর্যটকরা। চলতি বছর থেকেই বাংলাদেশি পর্যটকদের জন্য চালু করা হয়েছে গ্যাংটক যাওয়ার সুযোগ।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল