অ্যাপশহর

‘মোনা: জ্বীন-২’, বাংলাদেশের সিনেমা এবার পাকিস্তানে

ইদের সময়ে বাংলাদেশে মুক্তি পেয়েছে প্রায় এক ডজন সিনেমা। এগুলির মধ্যে আছে ‘মোনা: জ্বীন-২’। এটা একটি ভৌতিক সিনেমা। এই সিনেমা একা কেউ দেখতে পারলেই তাঁকে পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয় প্রযোজনা সংস্থার তরফে। এবার সেই সিনেমা মুক্তি পেয়েছে পাকিস্তানেও। আগামী দিনেও পাকিস্তানে বাংলাদেশের সিনেমা মুক্তি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

Authored byকৌশিক দত্ত | Produced byঅয়ন্তিকা সাহা | Lipi 27 Apr 2024, 6:24 pm

হাইলাইটস

  • পাকিস্তানের ২৪টি হলে মুক্তি
  • দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রযোজকের
  • বিশ্ব বাজার ধরার চেষ্টা
EiSamay.Com Cinema Hall
বাংলাদেশের সিনেমা এবার পাকিস্তানে
আগেই বাংলাদেশের সিনেমা মুক্তি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অন্য দেশে। এবার বাংলাদেশের সিনেমা মুক্তি পেল পাকিস্তানেও। ইদের সময়ে বাংলাদেশে মুক্তি পায় ‘মোনা: জ্বীন-২’। সেই সিনেমা এখন দেখা যাচ্ছে পাকিস্তানেও।
কতগুলি হলে সিনেমা?
দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ইদের সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মোনা : জ্বীন-২’। পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, শুক্রবার পাকিস্তানে মুক্তি পেয়েছে এই সিনেমা। বিভিন্ন মাল্টিপ্লেক্স ছাড়াও পাকিস্তানে ২৪টি প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখা যাবে। প্রতিদিন ৮২টি শো চলবে এই সিনেমার।

কী ভাবে দেখা যাবে?
পাকিস্তানে ছবিটির মুক্তি দেওয়ার ব্যাপারে ওই সিনেমার প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘এম আর নাইন’ সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন। শুক্রবার থেকে পাকিস্তানে দেখা যাচ্ছে ‘মোনা : জ্বীন-২’। সেখানে ইংরেজি সাবটাইটেলে সিনেমাটির প্রদর্শন হচ্ছে।'

প্রযোজকের প্রত্যাশা
এই সিনেমার প্রযোজকের আশা, পাকিস্তানের দর্শক ছবিটি দেখবেন। আবদুল আজিজ বলেন, 'এই সিনেমার গল্পটাই এমন যে সেটা পাকিস্তানের দর্শকের কাছে ভালো লাগবে।' তিনি জানান গত ইদের ঠিক আগেই এই সিনেমাটি সেন্সরের জন্য পাকিস্তানে পাঠানো হয়।

তিনি বলেন, 'যাঁদের মাধ্যমে আমি এই সিনেমাটি ওখানে পাঠিয়েছি, তাঁদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও ছবিটি পছন্দ করেছেন। এই কারণেই মনে হচ্ছে ছবিটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।' তাঁর আশা এই ছবির বাজেট এবং খরচ পাকিস্তানের প্রেক্ষাগৃহে থেকেই উঠে আসতে পারে।

লক্ষ্য বিশ্ব বাজার
পাকিস্তানে এই সিনেমার মুক্তির সুযোগ পাওয়ায় খুশি প্রযোজক আবদুল আজিজ। তিনি বলেন, 'এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের ছবি মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের ছবির একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা।' তিনি জানান, আগামী ইদ উল আজহায় মুক্তি পাবে ‘এম আর নাইন’। এই সিনেমাটিও পাকিস্তানে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে তাঁর।

সিনেমার গল্প
এই সিনেমায় দেখা গিয়েছে, জামালপুরে একজনের বাড়িতে জ্বীনের উৎপাত। ফলে বাড়ির মালিক বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেয়। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জ্বীনের উৎপাতে সেই বাড়িটি ছেড়ে দেয়। ‘মোনা: জ্বীন-২’ ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। এছাড়াও সিনেমাতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশার ।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক দত্ত

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল