অ্যাপশহর

এবার ‌বিশ্বের সবচেয়ে খর্ব গোরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের ‘চারু’

Guinness World Records-এ আবারও বাংলাদেশের গোরু। বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি গোরু হিসাবে রেকর্ড গড়ল ‘চারু’। এর আগে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গোরু হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয় রানি নামে একটি গোরু।

Lipi 27 Jan 2022, 3:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি গোরু হিসাবে আবার নাম তুলল বাংলাদেশের আরেকটি একটি গোরু। যে গোরুটি এই স্বীকৃতি পেয়েছে তার নাম ‘চারু’। এর আগে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গোরু হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে রানি নামে একটি গোরু। সেটি ছিল বাংলাদেশের সাভারের আশুলিয়ার চারিগ্রাম এলাকায় শেকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খামারে। মারা গিয়েছে রানি।
EiSamay.Com ei-samay (3)


আর এই চারুও বড় হচ্ছে ওই সাভারের ওই খামারেই। মঙ্গলবার এই চারুকে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির জীবিত গোরুর স্বীকৃতি তাদেরকে চিঠি পাঠিয়েছে গিনেস কর্তৃপক্ষ বলে জানিয়েছেন, শেকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান। তিনি জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর চারুকে ওই স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল ।

ওই খামারের তরফে জানানো হয়েছে, চারুর জন্ম ২০১৯ সালের জুলাই মাসে। সেটির বয়স এখন আড়াই বছর। তার উচ্চতা ২৩.৫০ , লম্বায় ২৭ ইঞ্চি এবং ওজন মাত্র ৩৯ কেজি। এর আগে রানি এই স্বীকৃতি পেয়েছিল। সেটির উচ্চতা ছিল ২০ ইঞ্চি, লম্বা ২৪ ইঞ্চি ও ওজন ২৬ কেজি। গত বছর ১৯ সেপ্টেম্বর Guinness World Records-এ নাম ওঠে তার । তবে এই নাম ওঠার আগেই মারা গিয়েছিল রানি।

হার্বাল ড্রিঙ্কেই বধ করোনা! অভিনব উদ্ভাবন অসমের দুই গবেষেকের

ওই খামারের কর্মী মহম্মদ মামুন জানান, রানি মারা যাওয়ার প্রায় ৬ মাস পরে ‘চারু’-কে নিয়ে আসা হয় সিলেট এলাকা থেকে। ওই খামারে চারুকে খোলামেলা পরিবেশে রাখা হয়েছে। তিনি বলেন, ‘ রানি মারা গিয়েছে । তাই আমরা এই গোরুটিকে খুব যত্নে রেখেছি। এখানে নিয়ে আসার পরেই সেটির নামকরণ করা হয়। গিনেস কর্তৃপক্ষের নির্দেশ মেনে এই গোরুর ছবি এবং ভিডিয়ো একাধিকবার পাঠানো হয়।’ দু সপ্তাহ পর পর চারুকে দেখতে আসেন পশু চিকিৎসক। তার শরীর ঠিক আছে কী না দেখে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যান তাঁরা। সেই মতই দেখভাল করা হয় চারুর।

তবে এখনও তাঁরা রানির কথা ভুলতে পারেন নি সেটাও জানান কাজি সুফিয়ান। তিনি বলেন, ''রানি মারা যাওয়ার পরে অনেকেই আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। আমাদের গাফিলতি ছিল বলে দাবি করেন। আমরা রানিকে খুব যত্নে রেখেছিলাম। সেটি মারা যাওয়ার পরে আমাদের সবারই মন খারাপ হয়।'' তিনি বলেন, ''এখন বিশ্বের বেঁচে থাকা সবচেয়ে খর্বাকৃতির গোরু হিসাবে স্বীকৃতি পেয়েছে চারু। এই জন্য আমরা গর্বিত। তার যাতে কোনও অযত্ন না হয় সেই দিকে বিশেষ নজর রাখা হয়।''

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল