অ্যাপশহর

ফাঁকা ক্লাসরুমে ৫ ছাত্রীর টিকটক ভিডিয়ো, অভিভাবকদের সতর্ক করল স্কুল

হিন্দি গানের সঙ্গে টিকটক ভিডিয়োতে (Tik tok Video) উদ্দাম নাচ। বাংলাদেশের একটি স্কুলের ফাঁকা ক্লাসরুমে পাঁচ ছাত্রীর এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু বিতর্ক। অভিভাবকদের ডেকে সতর্ক করল কর্তৃপক্ষ।

EiSamay.Com 23 Sep 2021, 12:43 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এক মিনিট ২০ সেকেন্ডের একটি টিকটক ভিডিয়ো (Tik tok Video)। একটি হিন্দি গানের সঙ্গে ওই ভিডিয়ো করেছে বাংলাদেশের কুমিল্লা এলাকার একটি স্কুলের পাঁচজন ছাত্রী। তাদের পরনে স্কুল ড্রেস। চোখে কালো চশমা। স্কুলের মধ্যেই একটি ফাঁকা ক্লাসরুমে ওই টিকটক ভিডিয়ো বানিয়ে বিপাকে পড়ল পাঁচজন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সমালোচনার মুখে ছাত্রীরা। কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের ওই ছাত্রীদের এই কার্যকলাপে বিব্রত স্কুল কর্তৃপক্ষও ।
EiSamay.Com tik tok bangladesh
প্রতীকী ছবি। সৌজন্যে- দ্য ইকনমিক টাইমস।


কুমিল্লার আদর্শ স্কুল হিসেবে পরিচিত ইবনে তাইমিয়া। সেখানেই এই ধরনের ভিডিয়ো তৈরি করার ঘটনায় হইচই পড়ে গিয়েছে।এলাকার অন্যান্য স্কুলের পড়ুয়াদের মধ্যেও ভুল বার্তা পৌঁছবে বলেও মনে করছেন অভিভাবকেরা। বাংলাদেশের অনেকেই ফেসবুকে ওই ভিডিয়ো শেয়ার করে পাঁচজন ছাত্রীকে বহিষ্কার করার দাবি তোলেন। যদিও ওই স্কুলের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল জানান, তাঁদের বহিষ্কার করা হয় নি। তিনি বলেন , ‘আমাদের স্কুলের পাঁচজন ছাত্রী ক্লাসের মধ্যেই একটি টিকটক ভিডিয়ো তৈরি করেছে। সেটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এই স্কুলের প্রধান হিসাবে আমি এই ঘটনায় খুব বিব্রত। তবে আমরা তাঁদের বহিষ্কার করিনি। ওই পাঁচজন ছাত্রীর অভিভাবককে ডেকে সতর্ক করা হয়েছে।’ যারা ওই ভিডিয়ো করেছে তাদেরকেও সতর্ক করা হয়েছে বলে জানান অধ্যক্ষ।
বাংলাদেশের জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিয়ো! আটক ৫
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পরে সম্প্রতি ফের খুলে দেওয়া হয়েছে ওপার বাংলার স্কুলগুলি। কোভিড বিধি মেনেই এখন স্কুলে পঠনপাঠন শুরু হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত মাসেই কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিয়ো করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। ওই ঘটনার জন্য দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রাম থেকে মহম্মদ ইয়াছিন মিয়া নামে ওই ছাত্রকে গ্রেফতার করা হয়। গত ২৭ জুলাই ইয়াছিন টিকটক ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়াতে দেয়। মসজিদে ওই রকম ভিডিয়ো করায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বাংলাদেশের মসজিদে হিন্দি গানের সঙ্গে টিকটক ভিডিয়ো, গ্রেফতার যুবক
কয়েকমাস আগে বাংলাদেশের জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিয়ো করার অভিযোগে তোলপাড় চলে ওপার বাংলায়।বাংলাদেশের বগুড়ায় মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারে উঠে জাতীয় সংগীতকে অবমাননা করে একটি টিকটক ভিডিয়ো করা হয় বলে অভিযোগ। জুতো পরে ওই শহিদ মিনারে উঠে, জাতীয় সংগীতকে বিকৃত করে ওই টিকটক ভিডিয়ো তৈরি করা হয় জানা যায়। এই ভিডিয়ো পুলিশের নজরে আসার পরেই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল