অ্যাপশহর

অটো করে ফেলে যাওয়া হল কন্যাশিশু, পরম মমতার কোলে তুলে নিলেন পুলিশকর্মী

এরপর অন্য একটি অটোরিকশা নিয়ে দ্রুত ছুটে গেলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ভরতি করা হয় শিশুকে। পথিমধ্যে ফেলে যাওয়া এই শিশুটির বয়স ৮-৯ মাস। কন্যাশিশুকে ফেলে যাওয়ার এমন ঘটনার পর পুলিশকর্মী হিরণ মিয়া দেখালেন মানবিকতার অন্যন্য দৃষ্টান্ত। তিনি দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন শিশুটিকে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে শিশুটিকে ভরতি করে দিয়েছেন তিনি। সেখানেই শিশুটির চিকিৎসা চলছে।

EiSamay.Com 17 Feb 2020, 7:57 pm

হাইলাইটস

  • চলন্ত অটোরিকশা থেকে এক শিশুকে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে গেল অভিভাবক।
  • রাস্তা থেকে শিশুটিকে রক্ষা করেন চট্টগ্রামের খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক হিরণ মিয়া।
  • সোমবার পড়ন্ত বেলায় এই ঘটনাটি ঘটে স্থানীয় পলিটেকনিক্যাল মোড়ে।
EiSamay.Com bangladesh news
পুলিশের মানবিক মুখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলন্ত অটোরিকশা থেকে এক শিশুকে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে গেল অভিভাবক। রাস্তা থেকে শিশুটিকে রক্ষা করেন চট্টগ্রামের খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক হিরণ মিয়া। সোমবার পড়ন্ত বেলায় এই ঘটনাটি ঘটে স্থানীয় পলিটেকনিক্যাল মোড়ে। অটোরিকশার পিছু না দৌঁড়ে হিরণ মিয়া কোলে তুলে নিলেন প্রায় নিথর শিশুকে। তারপর দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেন শিশু সন্তানকে ফেলে যাওয়ার কথা।

এরপর অন্য একটি অটোরিকশা নিয়ে দ্রুত ছুটে গেলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ভরতি করা হয় শিশুকে। পথিমধ্যে ফেলে যাওয়া এই শিশুটির বয়স ৮-৯ মাস। কন্যাশিশুকে ফেলে যাওয়ার এমন ঘটনার পর পুলিশকর্মী হিরণ মিয়া দেখালেন মানবিকতার অন্যন্য দৃষ্টান্ত। তিনি দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন শিশুটিকে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে শিশুটিকে ভরতি করে দিয়েছেন তিনি। সেখানেই শিশুটির চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর পায়ুপথে কিছুটা পচন ধরেছে। এছাড়া শরীরে জলের পরিমাণও অনেকটাই কম। তাকে স্যালাইন দেওয়া হয়েছে। আর পচন ধরা স্থানের জন্য সুনির্দিষ্ট চিকিৎসা শুরু করা হয়েছে।

ঘটনার বিষয়ে খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, 'শিশুটিকে অটোরিকশা থেকে ফেলে যাওয়া হয়েছে। এমন নির্মম ঘটনা আমি কল্পনাও করতে পারছি না। ভাবতেই গা শিউরে উঠছে। অপহরণ করা হতে পারে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।'

পরের খবর