অ্যাপশহর

'বিশ্বকাপ না খেললেও ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না', মন্তব্য তামিমের

দেশের হয়ে তামিম ইকবাল এখনও পর্যন্ত ৭৪ টা টি-২০ ম্যাচ খেলেছেন। মোট রান ১৭৫৮। রয়েছে একটি শতরান ও সাতটি অর্ধশতরান। শেষবার তিনি টি-২০ সিরিজ খেলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০২০ সালে ঢাকায়।

Lipi 2 Sep 2021, 5:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল। নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনকে একথা জানান। নতুনদের সুযোগ দিতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
EiSamay.Com Tamim Iqbal
আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলবেন না, জানিয়ে দিলেন তামিম ইকবাল (ছবি সৌজন্য - টুইটার)


ফেসবুক পোস্টে তামিম ইকবাল বলেন, 'কিছুক্ষণ আগে আমি আমাদের বোর্ড প্রেসিডেন্ট ও প্রধান নির্বাচককে ফোন করেছিলাম। আমি সেই কথা আপনাদের জানাতে চাই। ওদের বলেছি, আমি বিশ্বকাপের দলে থাকতে চাই না। আমি কেন বিশ্বকাপে থাকব না তার জন্য কিছু কারণ আছে। খেলার সময় সবথেকে বড় কারণ। আমি এই ফরম্যাটে খেলিনি অনেকদিন হয়ে গেল।'

তবে তাঁর এই সিদ্ধান্তের পিছনে চোট অবশ্যই একটা বড় কারণ বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর সমস্যায় ভুগেছেন। তবে তিনি মনে করেন যে এখন পুরো ফিট। এই বিষয়ে বললেন, 'আমি নিশ্চিতভাবে একথা বলতে পারি, চোটের কারণে আমি একেবারে সরে আসছি না। যদি, সামান্য সমস্যা থেকেও থাকে, তাহলে সেটা বিশ্বকাপের আগেই কাটিয়ে উঠতে পারব।'

তবে আসন্ন বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, 'যারা দেশের হয়ে শেষ ১৫-১৬টা টি-২০ ম্যাচ খেলেছে, তাদের বাদ দিয়ে আমার খেলা উচিত হবে না। আমি সম্ভবত বিশ্বকাপের দলে থাকব। কিন্তু, আমার মনে হয় সেই প্লেয়ারগুলোর জন্য এটা ঠিক হবে না।'

তবে তাঁর এখনই অবসর নেওয়ার পরিকল্পনা নেই। খেলাটাকে উপভোগ করছেন তিনি। তিনি বলেন, 'আমি এটাও পরিষ্কার করে বলতে চাই যে আমি অবসর নিচ্ছি না। কিন্তু, আমি বিশ্বকাপ খেলব না। আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত। যেইসব তরুণরা জাতীয় দলের হয়ে খেলছে, তাদের সুযোগ পাওয়া উচিত। আমার থেকে ওদের প্রস্তুতি ভালো। ওরা দলকে বেশি ভালো পরিষেবা দিতে পারবে।'

দেশের হয়ে তামিম ইকবাল এখনও পর্যন্ত ৭৪ টা টি-২০ ম্যাচ খেলেছেন। মোট রান ১৭৫৮। রয়েছে একটি শতরান ও সাতটি অর্ধশতরান। শেষবার তিনি টি-২০ সিরিজ খেলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০২০ সালে ঢাকায়।

তবে বিশ্বকাপের আগে যথেষ্ট ভালো জায়গায় আছে বাংলাদেশে। প্রথমে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারায় তারা। এখন নিউজিল্যান্ডের সঙ্গেও ভালো শুরু করেছেন সাকিবরা। টি-২০ বিশ্বকাপের আগে যা ভালো লক্ষ্মণ বলে মনে করছেন সমর্থকরা। কিন্তু একাংশ মনে করেন, এতে এখন এত খুশি হওয়ার কারণ নেই, কারণ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যেই দল পাঠিয়েছে সেটা তাদের দ্বিতীয় সারির দল। বিশ্বকাপে অনেক পরিবর্তন হবে।

পরের খবর