অ্যাপশহর

অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকা, জানাল কমিশন

রবিবার রাত ১১টা নাগাদ ঢাকার আগারগাঁওয়ে ১২তলা এই ভবনের বেসমেন্টে আগুন আগুন লাগে। দমকলের অন্তত ১০টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যার জেরে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

EiSamay.Com 10 Sep 2019, 2:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক: গত রবিবার রাতে নির্বাচন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দু'ডজন EVM, ২০টি মনিটর, চারটি এসি মেশিন এবং এবং বিপুল বিদ্যুতের তার পুড়ে গিয়েছে বলে জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে তারা। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কমিশনের তরফে ইতোমধ্যেই ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
EiSamay.Com ec


আরও পড়ুন: রাতের অন্ধকারে বাংলাদেশের EC দফতরে আগুন, ক্ষতিগ্রস্ত EVM

রবিবার রাত ১১টা নাগাদ ঢাকার আগারগাঁওয়ে ১২তলা এই ভবনের বেসমেন্টে আগুন আগুন লাগে। দমকলের অন্তত ১০টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যার জেরে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কমিশন সূত্রে খবর, নির্বাচন ভবনের বেসমেন্টে মূলত ইভিএম স্টোর করে রাখা হয়। অন্যদিকে, ভোটাদের ডেটাবেস সংরক্ষিত রয়েছে ১১তলায়। ফলে এভিএমের ক্ষতি হলেও ভোটার তথ্য অক্ষত আছে। আগুনে ক্ষয়ক্ষতি আশঙ্কার তুলনায় খুবই কম বলে কমিশনের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন।

এদিকে, রবিবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সদর দফতরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ এ ভবনে আগামীতে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে ইসি জানিয়েছে।

পরের খবর

Bangladesh newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল