অ্যাপশহর

Armaan Malik : বিখ্যাত ইউটিউবার আর্মান মালিক ও তার দুই বউ পায়েল ও কৃতিকার গাড়ি কালেকশন

Armaan Malik YouTuber : প্রায়শই খবরের শিরোনামে থাকেন এই ইউটিউবার। ইউটিউবে ব্যাপক জনপ্রিয় তিনি। রয়েছে দুই বউ নাম পায়েল এবং কৃতিকা।

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 15 Jul 2023, 2:15 pm
Armaan Malik Car Collection : আর্মান মালিক নাম শুনলে হয়তো ভাববেন বলিউড গায়কের কথা বলছি। না, ইনি হলেন আর্মান মালিক ইউটিউবার যার সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে 33 লাখ। ইউটিউবের পাশপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। তাঁর আসল নাম সন্দীপ।
EiSamay.Com Armaan Malik
ইউটিউবার আর্মান মালিকের গাড়ি কালেকশন


দুই বউ পায়েল এবং কৃতিকার সঙ্গে ব্যক্তিগত জীবনের নানা মুহুর্ত ইউটিউবের তুলে ধরেন তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গায়ক আর্মান মালিকের নাম তিনি জনপ্রিয়তা আয় করার চেষ্টা করেছেন। এই নিয়ে নানা তর্ক বিতর্ক চললেও ইউটিউবারের বিলাসবহুল জীবন যাপন থামার নয়।

নামি দামি একাধিক জিনিস তাঁর সংগ্রহে। তবে এর মধ্যে সবচেয়ে তাদের গাড়ি কালেকশন। এক রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ 12 কোটি টাকার বেশি। ইউটিউবে 33 লাখ এবং ইনস্টাগ্রামে 20 লাখের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর।
Ajay Devgn Car : সিংহমের গ্যারাজে BMW-র সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি, রেঞ্জ 550 কিমি, খেলা যায় PS5 গেম
গাড়ি কালেকশনের যদি কথা বলি তাহলে আর্মান মালিক এবং তাঁর দুই বউ পায়েল মালিক ও কৃতিকা মালিকের কাছে রয়েছে বহুমূল্য Jeep Wrangler, Mercedes Benz C300 এবং Mahindra XUV500।

এর মধ্যে Jeep Wrangler গাড়িটির দাম সবচেয়ে বেশি প্রায় 75 লাখ টাকা (এক্স শোরুম)। 2 লিটার ইঞ্জিনের এই গাড়ি 270 হর্সপাওয়ার এবং 295 টর্ক তৈরি করে। সঙ্গে 8 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। মডার্ন ফিচার্স এ ঠাসা গাড়িটি। যার মধ্যে রয়েছে ফোল্ড ডাউন উইন্ডশিল্ড, রিমুভেবেল ডোর এবং রিমুভেবেল রুফ।
R Madhavan Birthday : রোডমাস্টার থেকে ইয়ামাহা! মারাত্মক সব বাইকের মালিক মাধবন
অন্যদিকে Mercedes Benz C300 গাড়িটি এক কথায় দুর্ধর্ষ। এই গাড়িতে রয়েছে 2 লিটার চার সিলিন্ডার ইঞ্জিন যা প্রায় 255 হর্সপাওয়ার তৈরি করে। যারা বিলাসবহুল কেবিনের পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্স চান তাদের জন্য এই গাড়ি আদর্শ। Mercedes Benz C300 গাড়ির দাম 70 লাখ টাকা (এক্স শোরুম)।

কালেকশনে থাকা আর্মান মালিকের তৃতীয় গাড়ি হল Mahindra XUV500। টাফ অ্যান্ড রাফ লুকের সঙ্গে মডার্ন স্টাইলিংয়ের দারুণ মিশেল এই SUV। এই গাড়ি নাকি ইউটিউবারের প্রথম গাড়ি।

এতে আছে 2.2 লিটার ইঞ্জিন যা 155 হর্সপাওয়ার এবং 360 এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ার বেছে নেওয়ার বিকল্প। এই গাড়ির দাম 18 লাখ টাকা (এক্স-শোরুম)। গাড়ি ছাড়াও মোটরসাইকেলও রয়েছে তাঁর কালেকশনে।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং