অ্যাপশহর

CNG Car Care Tips: শীতকালে আপনার CNG গাড়ির যত্ন নিতে মেনে চলুন এই টিপস

যদি আপনি CNG গাড়ি ব্যবহার করেন, সেক্ষেত্রে শীতকালে আপনার গাড়িটির যত্ন নিতে বেশ কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। তবেই আপনার গাড়িটি সুরক্ষিত থাকবে।

Produced byAvijit Das | EiSamay.Com 11 Nov 2022, 1:08 pm
দেশ জুড়ে কমছে তাপমাত্রার পারদ। বাড়ছে ঠাণ্ডা। এই পরিস্থিতিতে গাড়ি ও বাইকের সঠিক যত্ন করা খুবই জরুরি। আর, যদি আপনার গাড়িটি CNG পরিচালিত হয়, সেক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ও বেশ কয়েকটি কাজ আপনাকে করতে হবে। তবেই, আপনার গাড়িটিকে সুরক্ষিত রাখতে পারবেন আপনি। নাহলে শীতকালে আপনার গাড়ির বড়সড় কোনও ক্ষতি হয়ে যেতে পারে। তাই, অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। শীতকালে আপনার গাড়ির CNG ট্যাঙ্কের ভিতরে রাখা গ্যাস ঠাণ্ডায় জমে যেতে পারে। ফলে, আপনি যখন সকালে উঠে গাড়ি স্টার্ট দিতে যাবেন, তখন হয়ত আপনাকে সমস্যার মুখে পড়তে হতে পারে।
EiSamay.Com CNG Car
প্রতীকী ছবি


আর তাই, এই ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পেতে আগামী গাড়ির CNG ট্যাঙ্কেটিতে গ্যাস ভর্তি করে রাখুন। CNG ট্যাঙ্কেটি অন্তত অর্ধেক ভর্তি করে রাখতেই হবে আপনাকে। বা তার বেশিও ভরে রাখতে পারেন আপনি। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক।

কেন ভরে রাখবেন আপনার গাড়ি CNG ট্যাঙ্কটি?
শীতকালে তাপমাত্রা খুব কমে যাওয়ার ফলে, আশেপাশের আদ্রতা খুব বেড়ে যায়। এর ফলে, যদি আপনার গাড়িতে কম CNG থাকে, সেক্ষেত্রে ঠাণ্ডা হাওয়ায় ট্যাঙ্কের বাকি জায়গাটি ভরে যাবে। ফলে, এরপর যখনই আপনি গাড়িটি স্টার্ট করবেন, তখনই আশেপাশের ঠাণ্ডা হাওয়া গরম হয়ে ভিতরে থাকা জল গাড়ির ফুয়েল ট্যাঙ্কে জমে যাবে। ফলে, আপনার গাড়ির ফুয়েল পাম্পটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই, শীত কালে আপনার গাড়ির CNG ফুয়েল ট্যাঙ্কটি অবশ্যই ভরে রাখবেন।

Toyota CNG Car: Maruti-কে টক্কর? দেশের বাজারে দুটি নতুন CNG গাড়ি লঞ্চ Toyota-র
এছাড়াও, নিরাপত্তার দিক থেকে দেখতে গেলেও বিষয়টি খুবই জরুরি। ঠাণ্ডার মধ্যে যদি আপনি ট্র্যাফিকের মাঝে আটকা পড়ে যান, সেক্ষেত্রে ট্যাঙ্কে গ্যাস ভর্তি থাকলে অনেকক্ষন গাড়ির ভিতরে গরম থাকতে পারবেন আপনি। ফলে, নিরাপদে নিজের গন্তব্যে পৌঁছেও যেতে পারবেন আপনি।

Best CNG Car: CNG গাড়ির মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ কার? জেনে নিন
ক্রমবর্ধমান পেট্রল ও ডিজেলের দামের কারণে বহু গ্রাহকই এখন CNG পরিচালিত গাড়ির দিকে ঝুঁকছেন। এর ফলে শুধুমাত্র যে রোজকার খরচ অনেকটাই কমছে, তাই শুধু নয়, শীতকালে বাড়তে থাকা দূষণ নিয়ন্ত্রণে রাখতে কার্জকারি ভুমিকাও পালন করতে পারবেন আপনি।
লেখকের সম্পর্কে জানুন
Avijit Das

পরের খবর

ট্রেন্ডিং