অ্যাপশহর

বিদায় Beetle! ২০১৯ থেকেই উৎপাদন বন্ধের সিদ্ধান্ত ফোকসভাগেনের

২০১৮-র প্রথম ৮ মাসে মাত্র ১১ হাজার Beetle বিক্রি করে ফোকসভাগেন।

EiSamay.Com 14 Sep 2018, 3:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯ থেকে বন্ধ হয়ে যাবে Beetle গাড়ির উৎপাদন। বৃহস্পতিবার এমনই জানিয়েছে জার্মান বহুজাতিক সংস্থা ফোকসভাগেন। সংস্থা সূত্রে খবর, পরিবেশ বন্ধু বৈদ্যুতিক গাড়ির উপরই জোর দিতে চাইছে ফোকসভাগেন। আর এর জেরেই বন্ধ হতে চলেছে ছ'য়ের দশকের আইকনিক গাড়ির মডেল।
EiSamay.Com Beetle গাড়ি
Beetle গাড়ি


নয়ের দশকে Beetle-র নতুন মডেল বাজারে আনা হয় এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯৯৯-তে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই Beetle-এর ৮০ হাজার মডেল বিক্রি হয়। তবে সম্প্রতি ইউরোপের বাজারে অন্য ছোট গাড়ির মতো Beetle-এর বিক্রিও ধাক্কা খায়।

২০১৮-র প্রথম ৮ মাসে মাত্র ১১ হাজার Beetle বিক্রি করে ফোকসভাগেন। যা গত বছরের থেকে ২.২% কম। এরপরই Beetle নিয়ে কঠিন সিদ্ধান্ত সময়ের অপেক্ষা ছিল।

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং