অ্যাপশহর

11 লাখের Volkswagen Polo সারাতে 22 লাখের খরচ! শুনে মাথায় হাত মালিকের

সম্প্রতি বেঙ্গালুরুর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এই গাড়িটি। এরপর গাড়িটি সার্ভিস সেন্টারে পাঠানোর পর, সেখান থেকে একটি অনুমানিক খরচের তালিকা পাঠানো হয় গাড়ির মালিককে।

Produced byAvijit Das | EiSamay.Com 27 Sep 2022, 2:51 pm
সম্প্রতি আইটি নগরী বেঙ্গালুরু ভেসে যায় বন্যায়। পরিস্থিতি এমন দাঁড়ায়, যে নৌকায় করে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে নৌকা নামাতে হয়। এছাড়াও, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষের সম্পত্তির। আর এই বন্যাতেই ক্ষতিগ্রস্ত একটি Volkswagen Polo গাড়ি সারাতে সার্ভিস সেন্টারে গিয়েছিলেন এক ব্যক্তি। গাড়ি সারানোর জন্য একটি আনুমানিক খরচের তালিকা দেওয়া হয় সেই ব্যক্তিকে। আর, সেই তালিকা দেখেই চোখ কপালে ওঠে তাঁর। গাড়িটি কেনার সময় সে ব্যক্তির খরচ হয় প্রায় ১১ লাখ টাকা। কিন্তু, গাড়িটি সারাই করতে লাগবে প্রায় ২২ লাখ টাকা। এমনটাই সেই সার্ভিস সেন্টারের তরফে সেই ব্যক্তিকে জানানো হয়।
EiSamay.Com Volkswagen Polo
প্রতীকী ছবি


সম্প্রতি Linkedin-এ নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন অনিরুদ্ধ গণেশ নামে এক ব্যক্তি। বেঙ্গালুরুর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তার Volkswagen Polo গাড়িটি। বন্যায় সম্পূর্ণ জলের তলায় চলে যায় এই গাড়ি। ফলে, জল নেমে যাওয়ার পর গাড়িটি একটি টো ট্রাকে তুলে সার্ভিস সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। এরপর, সার্ভিস সেন্টারে ২০ দিন থাকার পর, সেখান থেকে ফোন করা হয় অনিরুদ্ধকে। ফোন করে তাঁকে জানানো হয় যে গাড়িটি ঠিক করতে প্রায় ২২ লাখ টাকা খরচ পড়বে। এরপরই গাড়ির বিমা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। বিমা কোম্পানির তরফে জানানো হয় যে গাড়িটিকে টোটাল লস হিসেবে ঘোষণা করা হবে। তবে, অনিরুদ্ধ গাড়ির শোরুমে পৌঁছতেই তাঁকে ৪৪,৮৪০ টাকার একটি বিল ধরিয়ে দেওয়া হয় সার্ভিস সেন্টারের তরফে।

হতে পারে 10,000 টাকার জরিমানা বা 6 মাসের জেল, গাড়ি চালানোর সময় মেনে চলুন এই নিয়ম
এই বিলের পরিপ্রেক্ষিতে Volkswagen-এর সঙ্গে যোগাযোগ করেন তিনি। সংস্থার তরফে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়া হয়। এর কয়েকদিন পর, Volkswagen-এর কাস্টোমার কেয়ার থেকে একটি ফোন পান তিনি। সেখান থেকে তাঁকে মাত্র ৫০০০ টাকা দিতে বলা হয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, গাড়ির ক্রয়মূল্যের থেকে যদি গাড়ি সারাই করার খরচ বেশি হয়, সেক্ষেত্রে গাড়িটিকে টোটাল লস হিসেবেই চিহ্নিত করে বিমা কোম্পানি। এরপর, গাড়ির IDV বা ডিক্লেয়ার্ড ভ্যালুটি ফিরিয়ে দেওয়া হয় গাড়ির মালিককে।

Honda Car: বাতিল ডিজেল, এবার থেকে শুধু পেট্রল গাড়ি তৈরি করবে Honda
অনেক ক্ষেত্রেই গাড়ি পার্টের দাম বেড়ে যাওয়ায় গাড়ির ক্রয়মূল্যের থেকে গাড়ি সারাই করার খরচ বেড়ে যায়, তবে, ১১ লাখের গাড়ি ঠিক করতে ২২ লাখ টাকার খরচ! শুনেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
লেখকের সম্পর্কে জানুন
Avijit Das

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং