অ্যাপশহর

সপ্তাহে ২২০ কোটি ডলার লোকসান, Volkswagen-এ বিপুল কর্মী ছাঁটইয়ের আশঙ্কা

বিশ্বজুড়ে Volkswagen-এর ১২৪টি কারখানা আছে। সংস্থার মোট কর্মীর সংখ্যা ৬৭১,০০০ জন। করোনা সংক্রমণের জেরে উৎপাদন বন্ধ থাকলেও তাদের প্রতি সপ্তাহে ২২০ কোটি মার্কিন ডলার খরচ হচ্ছে। দ্রুত ফের উৎপাদন না শুরু হলে খরচ কমাতেই ছাঁটাইয়ের সম্ভাবনা।

EiSamay.Com 28 Mar 2020, 4:11 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের জেরে উৎপাদন বন্ধ। একমাত্র চিন ছাড়া আর কোথাও গাড়ি বিক্রিও হচ্ছে না। যার জেরে প্রতিনিয়ত বিপুল লোকসানের মুখে ফোক্সভাগেন। খুব শীঘ্রই মহামারী নিয়ন্ত্রণে না এলে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে যেতে পারে এই জার্মান গাড়ি নির্মাতা সংস্থাটি। শুক্রবার এমনই জানিয়েছেন ফোক্সভাগেনের চিফ এক্সিকিউটিউ হার্বাট ডিয়েস। উৎপাদন বন্ধ থাকলেও এখনও প্রতি সপ্তাহে সংস্থার প্রায় ২২০ কোটি মার্কিন ডলার খরচ হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
EiSamay.Com ফাইল ছবি


একটি জার্মান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ডিয়েস জানিয়েছেন, এই মুহূর্তে চিনের বাইরে তাদের গাড়ি বিক্রি সম্পূর্ণ বন্ধ আছে। ফের তারা যত দ্রুত সম্ভব ফের উৎপাদন শুরুর পথের সন্ধানে আছেন। শেষ পর্যন্ত তা সম্ভব না হলে এই বিপুল কর্মীর ভার বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। ফলে ছাঁটাই প্রায় নিশ্চিত।

বিক্রির নিরিখে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা Volkswagen। বিভিন্ন দেশে তাদের মোট ১২৪টি কারখানা আছে। এর মধ্যে ৭২টি ইউরোপে অবস্থিত। এর মধ্যে শুধুমাত্র জার্মানিতে আছে ২৮টি কারখানা। বিশ্বজুড়ে তাদের মোট কর্মী সংখ্যা ৬৭১,০০০ জন। করোনা সংক্রমণের জেরে এই মাসের শুরুতে ইউরোপের কারখানায় উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা।

সম্প্রতি Volkswagen-এর চিনের কারখানাগুলিতে উৎপাদন শুরু হয়েছে। সেখানে গাড়ির বিক্রিও শুরু হয়েছে। কিন্তু অন্যান্য দেশে উৎপাদন এখনও প্রশ্নচিহ্নের মুখে। বিশেষত ইউরোপে কবে ফের পরিস্থিতি স্বাভাবিক হবে, সে সম্পর্কে এখনই আশার আলো দেখাতে পারছেন না বিশেষজ্ঞরা। আর এর ফলে আর গাঢ় হচ্ছে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা।

ডিয়েসের কথায়, 'ফের উৎপাদন শুরুর বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। চিনে যা সম্ভব হয়েছে খোদ জার্মান কারখানাগুলিতে এখনও তা সম্ভব হল না। চিন, কোরিয়া বা এশিয়ার অন্য দেশগুলিতে যদি সমস্যা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে তা হলে কোনও কর্মী ছাঁটাই ছাড়াই সংকটের হয়তো মোকাবিলা করা সম্ভব হতে পারে।'

পরের খবর

ট্রেন্ডিং