অ্যাপশহর

Virat Kohli Cars : অর্ধেক গাড়ি বিক্রি করে দিলেন বিরাট! গ্যারেজে আর এই গাড়িগুলি অবশিষ্ট রইল

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 30 Mar 2023, 4:07 pm

Virat Kohli Car Collection : বাইশ গজে যেমন দাপট তার তেমনই গাড়ি কালেকশনে। রোনাল্ডো-মেসিদের মতো ঝাঁ চকচকে সুপার লাক্সারি স্পোর্টস কার চালান এই তারকা ক্রিকেটার। গ্যারেজে শোভা পায় অডি থেকে বিএমডাব্লিউ-এর মতো সংস্থার নামি দামি চার চাকা। এই সব কিছু প্রমাণ করে যে গাড়ি নিয়ে কতটা আবেগপ্রবণ তিনি। কিন্তু সম্প্রতি গাড়ি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়ক।

গ্যারেজে থাকা বেশিরভাগ গাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। এই খবর শুনে বেশ আশাহত হয়েছেন তার অনুরাগীরা। বিশেষ করে গাড়ি ও ক্রিকেট নিয়ে বেশি মেতে থাকেন সেইসব ভক্ত। কিন্তু এই সিদ্ধান্তের পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে বলে জানিয়েছে বিরাট।

EiSamay.Com virat kohli sells most of his luxury vehicles check cricketers swanky car collection
Virat Kohli Cars : অর্ধেক গাড়ি বিক্রি করে দিলেন বিরাট! গ্যারেজে আর এই গাড়িগুলি অবশিষ্ট রইল


গাড়ি বিক্রি করলেন বিরাট

আরসিবি-এর পডকাস্টে বিরাট বলেন, “আমার গ্যারেজে থাকা অধিকাংশ গাড়ি আবেগের বশে কিনেছি। এর মধ্যে খুব কম গাড়ি চড়ি আমি, জীবনে প্র্যাকটিকাল হওয়ার জন্য এই সিদ্ধান্ত ভীষণ জরুরি।” প্রসঙ্গত, সামনেই আসছে আইপিএল। তার আগে ক্রিকেটারের এমন জোরালো সিদ্ধান্তে শোরগোল তৈরি হয়েছে ক্রিকেট মহলে। অন্যদিকে বিরাট ছাড়াও ভারতীয় ক্রিকেট দলে দামি গাড়ি কালেকশনের জন্য পরিচিত রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব। তাঁদের কাছেও রয়েছে একাধিক সেরা লাক্সারি গাড়ি।

কী কী গাড়ি বিক্রি করলেন বিরাট_

বিরাট কোহলির কালেকশনের রয়েছে এক ডজনের বেশি লাক্সারি স্পোর্টস কার এবং এসইউভি. এর মধ্যে কোন কোন গাড়ি তিনি বিক্রি করছেন তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। অধিকাংশ সময় বাইশ গজে থাকার ফলে সেইসব গাড়ি চালানোর সময় পান না তিনি। ফলে খুব শীঘ্রই তারকা ক্রিকেটারের ব্যবহার করা চার চাকা অন্য কারো হতে চলেছে।

বিরাট কোহলির গাড়ি কালেকশন

একগুচ্ছ দামি চার চাকা রয়েছে তাঁর। যেমন - অডি R8 LMX, অডি RS5, অডি R8, অডি A8L, অডি Q8, ইলেকট্রিক এসইউভি অডি ই-ট্রন, বেন্টলে ফ্লাইং স্পার, বেন্টলে কন্টিনেন্টাল জিটি, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, ল্যান্ড রোভার ভগ, টয়োটা ফরচুনার, রেনল্ট ডাস্টার সহ একাধিক নামি দামি চার চাকা।

অডি-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার

তাঁর কালেকশনে থাকা অডি গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি। শুধু তাই নয়, বিশ্বব্যাপী জনপ্রিয় সংস্থা অডি ইন্ডিয়া-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডারও তিনি. ভারতে এই সংস্থার বহু গাড়ি তাঁর হাত দিয়ে উন্মোচিত হয়েছে। এমনকি সংস্থার লেটেস্ট ইলেকট্রিক এসইউভি গাড়ি অডি ই-ট্রনও রয়েছে তাঁর মালিকানায়। যার দাম 1.26 কোটি টাকা। 2012 সালে টয়োটা কির্লোস্কার ইন্ডিয়া-এর পক্ষ থেকেও বিরাট কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছিল।

সবচেয়ে দামি ও স্টাইলিশ গাড়ি

বিরাট কোহলির কালেকশনে বহু গাড়ি রয়েছে। তার মধ্যে প্রায় সবগুলি লাক্সারি গাড়ির ক্যাটাগরিতে পড়ে। তবে এর মধ্যে সবচেয়ে দামি মডেল হল বেন্টলে কন্টিনেন্টাল জিটি। যার দাম 3.29 কোটি টাকা থেকে 4.04 কোটি টাকা (এক্স-শোরুম)। এছাড়া বেন্টলে ফ্লাইং স্পার গাড়ির দাম 3.41 কোটি টাকা. অডি R8 LMX এর দাম 2.97 কোটি টাকা। ক্রিকেটারের গ্যারেজে রয়েছে টয়োটা ফরচুনারও।

লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং