অ্যাপশহর

বিশ্বের সবথেকে দামি নম্বর প্লেট! খরচ ₹132 কোটি

Vehicle Details: গাড়ি কেনার পরেই একটি রেজিস্ট্রেশন নম্বর পায় সব গাড়ি। অনেকের কাছে এই রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণে পছন্দের রেজিস্ট্রেশন নম্বর পেতে বিপুল অর্থ ব্যয় করতেও পিছপা হন না কেউ কেউ। এক ব্যক্তি নিজের গাড়ির নম্বর প্লেটের জন্য 132 কোটি টাকা খরচ করেছেন। কী বিশেষত্ব এই নম্বর প্লেটে?

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 27 Jun 2022, 4:04 pm
গাড়ি কেনার পরেই একটি রেজিস্ট্রেশন নম্বর পায় সব গাড়ি। অনেকের কাছে এই রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণে পছন্দের রেজিস্ট্রেশন নম্বর পেতে বিপুল অর্থ ব্যয় করতেও পিছপা হন না কেউ কেউ। বিশেষ নম্বর গুলির জন্য মাঝে মধ্যেই নিলামের আয়োজন করে RTO। সেখানে চড়া মূল্যে এই বিশেষ নম্বরগুলি বিক্রি হয়। শুধুমাত্র গাড়ি রেজিস্ট্রেশন নম্বরের জন্য 30 লাখ টাকা খরচের খবর সামনে এসেছে ইতিমধ্যেই। এক ব্যক্তি নিজের গাড়ির নম্বর প্লেটের জন্য 132 কোটি টাকা খরচ করেছেন ইংল্যান্ডে। গাড়ির সামনে F1 লেখার জন্য এই খরচ করেছেন তিনি।
EiSamay.Com vehicle details Most Expensive registration plate
ছবি সৌজন্যে: Instagram / @kahndesigns


ইংল্যান্ডে বরাবর F1 রেজিস্ট্রেশন প্লেটের চাহিদা রয়েছে। সীমিত সময়ের জন্য এই নম্বর প্লেট বিভিন্ন গাড়িকে দেওয়া হয়। Mercedes-McLaren SLR, Bugatti Veyron-এর মতো জনপ্রিয় বিলাসবহুল গাড়িতে এই নম্বর প্লেট দেখা গিয়েছে। গতির দুনিয়ার সেরা খেলা Formula 1। এই রেসিং ইভেন্ট গোটা দুনিয়ায় F1 নামে পরিচিত। ইংল্যান্ডের এই রেজিস্ট্রেশন নম্বরে F1 ছাড়া অন্য কোন অক্ষর অথবা সংখ্যা ব্যবহার হয় না। এই কারণে এই কারণে এই দেশে দারুণ জনপ্রিয় এই নম্বর প্লেট।
রঙের খরচ ₹1 কোটি, রেজিস্ট্রেশনে ₹20 লাখ! দেশের সবথেকে দামি গাড়ি হাতে পেলেন মুকেশ আম্বানি
এসেক্স সিটি কাউন্সিল F1 রেজিস্ট্রেশন নম্বরটি 1904 সাল থেকে দখলে রেখেছে। 2008 সালে প্রথম এই নম্বর প্লেট নিলামে উঠেছিল। এই মুহূর্তে ইংল্যান্ডের Kahn Designs এর কাছে এই নম্বর প্লেট রয়েছে। নিজের Bugatti Veyron গাড়ির জন্য 132 কোটি টাকায় নিলামে এই রেজিস্ট্রেশন নম্বর কিনেছেন তিনি। গাড়ির দামের থেকে বহু গুণ বেশি খরচ করে এই রেজিস্ট্রেশন নম্বর কিনেছেন আফজাল খান। প্রসঙ্গত বিশ্বের সবথেকে দামি গাড়ি Bugatti Veyron।
ক্লাসিক গাড়ির থেকে পরিবেশের জন্য বেশি ক্ষতিকর Electric Car, চাঞ্চল্যকর দাবি সমীক্ষায়
F1 রেজিস্ট্রেশন নম্বরের ইতিহাস জানেন? শুরুতে 4 কোটি টাকায় এই নম্বর প্লেট বিক্রি হয়েছিল। পরে ধীরে ধীরে এই রেজিস্ট্রেশন নম্বরের দাম নিলামে চড়তে থাকে। এই মুহূর্তে এটাই বিশ্বের সবথেকে দামী রেজিস্ট্রেশন প্লেট। যদিও শুধু ইংল্যান্ডে নয়, বিশ্বের অন্যান্য দেশ থেকেও এই ধরনের নম্বর প্লেটের খবর পাওয়া গিয়েছে। আবু ধাবিতে এক ভারতীয় শিল্পপতি 67 কোটি টাকা দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কিনেছিলেন। সেই গাড়িতে D5 নম্বর ব্যবহার হয়েছিল। এছাড়াও আবু ধাবিতে অন্য একটি গাড়িতে 66 কোটি টাকায় নম্বর প্লেট বিক্রি হয়েছিল। সেই গাড়িতে ‘1’ নম্বর প্লেট দেখা গিয়েছিল।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং