অ্যাপশহর

Top 5 Bikes : 400 সিসির সেরা 5 মোটরবাইক! চড়লে ফিল হবে আলাদাই, দাম 2 লাখের নিচে

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 29 May 2023, 6:57 pm

ক্লাসিক মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড থেকে অফ-রোড অ্যাডভেঞ্চার 400 সিসির সেগমেন্টে পাবেন একাধিক বিকল্প। এই ইঞ্জিনের বাইকগুলিতে দুর্দান্ত টর্ক এবং পারফরম্যান্স দেখা যায়। তাই বহু বাইকারদের ইচ্ছা থাকে 400 সিসি মোটরসাইকেল কেনার। কিন্তু সেই স্বপ্নে পথের কাটা হয়ে দাড়ায় দাম এবং বাইক সম্পর্কে অপর্যাপ্ত তথ্য।

আজকের এই তালিকায় টুকে ধরা হল ভারতে বিক্রি হওয়া সেরা 5 সস্তা 400 সিসির মোটরবাইক। সেই সঙ্গে সমস্ত ফিচার্স, সাসপেনশন, ব্রেকিং ইত্যাদি তথ্যও জানতে পারবেন। আপনার পরিকল্পনায় যদি এই ধরণের কোনও বাইক কেনার পরিকল্পনা থাকে তাহলে তার আগে একবার এই তালিকাটা ঝালিয়ে নিন।

EiSamay.Com top 5 400 cc motorcycles in india under rs 2 lakh
Top 5 Bikes : 400 সিসির সেরা 5 মোটরবাইক! চড়লে ফিল হবে আলাদাই, দাম 2 লাখের নিচে


KTM 390 ADV

কেটিএম তাদের লাইনআপে অনেকগুলি সেরা মোটরবাইক লঞ্চ করেছে। যার মধ্যে বেশিরভাগ নেকেড স্ট্রিটফাইটার এডিশন। পাশাপাশি মোটরসাইকেলটি সম্পূর্ণ অফ-রোড অ্যাডভেঞ্চারেও ব্যবহার করতে পারবেন। এতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার 400 সিসির একটু কম 373 সিসি ইঞ্জিন। বাইকের সর্বোচ্চ গতি 160 কিমি প্রতি ঘণ্টা, ব্রেকিং রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইকশিফটার ফিচার্স। KTM 390 ADV এর দাম 3.04 লাখ টাকা (এক্স-শোরুম)।

Royal Enfield Himalayan

400 সিসি বাইকের কথা হবে আর সেখানে রয়্যাল এনফিল্ড হিমালয়ানের উল্লেখ থাকবে না তা কখনও হয়। দারুণ শক্তিশালী টুরার মোটরসাইকেল হিমালয়ান। অফ-রোড ছাড়াও শহরতলিতেও এই বাইক নিয়ে বেরোতে পারেন। এতে রয়েছে 411 সিসি ইঞ্জিন যা 36 কিমির কাছাকাছি মাইলেজ দিয়ে থাকে। টপ স্পিড 130 কিমি প্রতি ঘণ্টা। ব্রেকিংয়ের জন্য রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, হেডলাইট রয়েছে হ্যালোজেন এবং টেইল ল্যাম্প LED। এই বাইকের দাম 1.91 ;লাখ টাকা (এক্স-শোরুম)।

Bajaj Dominar 400

বাজাজ অটোর অন্যতম অফ-রোড টুরার মোটরবাইক বলতে পারেন বাজাজ ডমিনার 400। এতে রয়েছে 373 সিসি ইঞ্জিন। সর্বোচ্চ গতি 150 কিমি প্রতি ঘণ্টা। এই ইঞ্জিন সর্বোচ্চ 40 পিএস শক্তি এবং 35 এনএম টর্ক উত্পন্ন করে। বাইকটি 0 থেকে 100 কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় 7.1 সেকেন্ড। ব্রেকিংয়ের জন্য রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং ডিস্ক ব্রেক। বাজাজ ডমিনার 400 এর দাম 1.91 লাখ টাকা (এক্স-শোরুম)।

KTM 390 Duke

ভারতে ভীষণ জনপ্রিয় মোটরসাইকেল কেটিএম ডিউক। এই বাইকে রয়েছে 373 সিসি ইঞ্জিন যা সর্বাধিক 43.5 পিএস শক্তি এবং 37 এনএম টর্ক তৈরি করে। বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় 167 কিমি। শক্তিশালী ইঞ্জিন পারফরম্যান্স এবং হাই কোয়ালিটি ব্রেকিং পাওয়া যায় এই বাইকে। রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। বাজারে এই নেকেড মোটরবাইকের দাম 2.58 লাখ টাকা (এক্স-শোরুম)।

Benelli​ Imperiale 400​

বেনেলির জনপ্রিয় এবং শক্তিশালী 400 সিসির টুরার বাইক এটি। যত না শক্তিশালী ইঞ্জিনের জন্য Imperiale 400 পরিচিতি পায় তার চেয়ে বেশি আকর্ষণীয় বাইকের রেট্রো-ক্লাসিক স্টাইলিং। এতে ইঞ্জিন মিলবে 374 সিসি ইঞ্জিন যা সর্বোচ্চ 21 পিএস শক্তি এবং 29 এনএম টর্ক তৈরি করে। এই বাইকের সর্বোচ্চ গতি 130 কিমি প্রতি ঘণ্টা। Benelli Imperiale 400 এর দাম 1.90 লাখ টাকা (এক্স-শোরুম)।

লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং