অ্যাপশহর

Best Mileage Car : রয়্যাল এনফিল্ডের থেকেও বেশি মাইলেজ! এই গাড়ি কিনলে ঠকবেন না

পেট্রলের তুলনায় বর্তমানে একাধিক CNG গাড়ি ভালো মাইলেজ দিচ্ছে, তেমনই একটি দুর্দান্ত গাড়ির সন্ধান রইল প্রতিবেদনে

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 13 Feb 2023, 6:10 pm
ইঞ্জিন স্টার্ট দিয়ে কিছুটা দূর যেতেই নেমে যাচ্ছে ফুয়েল ইন্ডিকেটর। এর মানে গাড়ির তেল প্রায় শেষ। শখ করে গাড়ি কিনেও তৃপ্তি পাচ্ছেন না। মাস গেলে তেল ভরাতেই চলে যাচ্ছে বান্ডিল বান্ডিল টাকা। এই অবস্থায় কী করবেন? বর্তমান সময়ে এই সমস্যা থেকে রেহাই পেতে কেউ ইলেকট্রিক গাড়ি কিনছেন কেউ বা CNG অপশন বেছে নিচ্ছেন। আজ আপনাদের এমন একটি গাড়ি বলবো যার মাইলেজ Royal Enfield Super Meteor 650 - এর থেকেও বেশি।
EiSamay.Com Best Mileage Car
Maruti Suzuki Celerio CNG গাড়ি (ছবি সৌজন্যে : www.marutisuzuki.com)


Best Mileage Car -এর তালিকায় শীর্ষে রয়েছে গাড়িটি। এটি হল Maruti Suzuki Celerio CNG। শুধু ভালো মাইলেজ নয়, গাড়ির দামও অন্যান্য চার চাকার তুলনায় অনেক কম। Maruti Celerio CNG -এর এক্স-শোরুম দাম 6.72 লাখ টাকা। ভেরিয়েন্ট অনুযায়ী গাড়ির দাম নির্ভর করবে। প্রতিদিন যাতায়াতে এই গাড়ি নিজের সঙ্গী করে তুলতে পারেন। তার আগে গাড়িটির বিষয়ে জেনে নিন।

Maruti Celerio CNG গাড়ির ইঞ্জিন

এতে মিলবে 1 লিটার পেট্রল ইঞ্জিন। যার সাথে যুক্ত রয়েছে 5 স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্সের অপশন। সর্বোচ্চ 67 PS শক্তি এবং 89 NM টর্ক উৎপন্ন করে গাড়িটি। অন্যদিকে CNG কিটে গাড়ির আউটপুট সর্বোচ্চ 56.7 PS শক্তি এবং 82 Nm টর্ক।
Maruti Suzuki Dzire: মধ্যবিত্তের জন্য সস্তায় ফাটাফাটি গাড়ি আনল মারুতি, 32 কিমি মাইলেজের সঙ্গে লুকও ঝক্কাস!
Maruti Celerio CNG কত মাইলেজ দেয়?

পেট্রল ভার্সনের ক্ষেত্রে এই গাড়ির অটোমেটিক ট্রান্সমিশনে পাওয়া যায় 26.68 kmpl মাইলেজ এবং ম্যানুয়াল ট্রান্সমিশনে 25.24 kmpl মাইলেজ। অপরদিকে CNG -তে 35.6 km ARAI মাইলেজ পাওয়া যায়। যেখানে Royal Enfield Super Meteor 650 বাইকের মাইলেজ 30 kmpl।
Best Selling Cars in January : ছোট গাড়ি বলে অবহেলা! বিক্রিতে Nexon, Creta- দের ধুয়ে দিল Maruti Alto
Maruti Celerio CNG - এর ফিচার্স

বিনোদন ও সুরক্ষার জন্য গাড়িতে উপস্থিত Android Auto ও Apple CarPlay কানেক্টিভিটি সহ 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ (ড্রাইভার ও ফ্রন্ট প্যাসেঞ্জার), অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ওভার স্পিড ওয়ার্নিং, সিট্ বেল্ট ওয়ার্নিং ইত্যাদি। 5 সিটার গাড়ি, বুটস্পেস রয়েছে 313 লিটার। এই মুহূর্তে Maruti Suzuki 17টি CNG গাড়ির বিক্রি ভারতে চালু রেখেছে। সম্প্রতি লঞ্চ হওয়া Maruti Fronx গাড়িরও CNG ভার্সন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।
Maruti Fronx: Tata, Hyundai-দের টেক্কা দিতে হাজির মারুতির নয়া মডেল, কী এমন আছে এই SUV-তে?
ভারতে সবচেয়ে সস্তা CNG গাড়ি (Cheapest CNG Cars in India) এই মুহূর্তে Maruti Alto K10 যার দাম শুরু 5.12 (এক্স-শোরুম) লাখ টাকা থেকে। পেট্রল-ডিজেলের বিকল্প হিসাবে এই গাড়ি পছন্দ করছেন অনেকে।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং