অ্যাপশহর

Tata Nexon : 5 লাখের মাইলফলক ছুঁল টাটা নেক্সন, এসইউভি-র চাহিদা থামছে না দেশে

Tata Nexon : টাটা নেক্সন গাড়ির 5 লাখ ইউনিট উৎপাদন করে নজির গড়ল টাটা মোটরস।

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 12 Apr 2023, 10:32 am
Tata Nexon : গাড়ি বাজারে বিরাট মাইলস্টোন ছুঁল টাটা মোটরস। 6 বছর আগে এই সংস্থা বাজারে আনে 5 সিটার এসইউভি টাটা নেক্সন। 2022 সালে ফেব্রুয়ারি মাসে গাড়িটি 3 লাখ উৎপাদনের সীমারেখা অতিক্রম করে। দেশজুড়ে 3 লাখ গ্রাহকের হাতে গাড়ির চাবি তুলে দিতে 5 বছর সময় লাগে সংস্থার। কিন্তু গত 1 বছরে গাড়ির জনপ্রিয়তা ছিল দেখার মতো।
EiSamay.Com Tata Nexon
টাটা নেক্সন গাড়ির এখন 5 লাখ গ্রাহক


3 লাখ থেকে 5 লাখে আসতে কেবল 365 দিন সময় লাগাল টাটা মোটরসের বেস্ট সেলিং এসইউভি টাটা নেক্সন। সাব কম্প্যাক্ট এসইউভি-এর তালিকায় পড়ে গাড়িটি। শক্তিশালী ইঞ্জিন থাকলেও গাড়ির জনপ্রিয়তা অন্য জায়গায়। জানলে খুশি হবেন, যে এটি ভারতে তৈরি প্রথম এসইউভি যা 5 স্টার সেফটি রেটিং পেয়েছে।
Tata Nexon : 25 লাখি গাড়ির ফিচার 8 লাখের চার চাকায়! টাটাদের মাস্টার প্ল্যানে ঘুম উড়েছে এই 3 সংস্থার
টাটা নেক্সনের ইঞ্জিন বেশ বৈচিত্রপূর্ণ। 1.2 লিটার পেট্রল ইঞ্জিনের সঙ্গে এতে 1.5 লিটার ডিজেল ইঞ্জিনের অপশনও পাওয়া যায়। পেট্রল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনে সর্বোচ্চ 118 ও 113 ব্রেক হর্সপাওয়ার তৈরি করে পারে। দু'রকম ইঞ্জিনের পাশাপাশি এতে অটোমেটিক ম্যানুয়াল এবং শুধু ম্যানুয়াল গিয়ারবক্স বেছে নেওয়ার সুযোগও রয়েছে।

জ্বালানি চালিত মডেলের সঙ্গে টাটা নেক্সনের ব্যাটারি চালিত গাড়িও বিক্রি হয় সমান তালে। যেখানে ফুল চার্জে রেঞ্জ পাওয়া যায় 312 কিলোমিটার। টাটা নেক্সন ইলেকট্রিক গাড়ির টপ স্পেক ভার্সনও রয়েছে যার নাম ইভি প্রাইম। যেখানে আবার 453 কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।
Tata Motors Cars : মাইলেজে বড় জাম্প! আগুন বাজারে স্বস্তি দেবে টাটা পাঞ্চ, নেক্সন
দামের কথা যদি বলি, তাহলে টাটা নেক্সন এসইউভি জ্বালানি চালিত মডেলের দাম শুরু 7.80 লাখ (এক্স-শোরুম) টাকা থেকে। আর ইলেকট্রিক গাড়ির দাম 14.49 লাখ টাকা (এক্স-শোরুম)। 50টির বেশি ভেরিয়েন্টে এই গাড়ি বিক্রি করে সংস্থা।

এই গাড়িটি ক্রেতাদের কাছে বিশেষ আরও অনেকগুলি কারণে। যেমন গাড়ির কম্প্যাক্ট ডিজাইন এবং ফিচার্স। বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ইলেকট্রিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, ভেন্টিলেটেড সিট, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ইত্যাদি ফিচার্স গাড়ির গুরুত্ব বাড়িয়ে তুলেছে গ্রাহকদের মধ্যে।
Tata Nexon EV : দেশের বেস্ট সেলিং ইলেকট্রিক গাড়িতে 1.6 লাখ টাকা ছাড়! এক চার্জেই দিঘা, কিনেবেন নাকি?
এই উন্মাদনা বজায় রাখতে খুব শিগগিরিই টাটা নেক্সন ফেসলিফ্ট লঞ্চ করতে চলেছে সংস্থা। যেখানে আরও স্টাইলিশ ডিজাইন, অত্যাধুনিক ফিচার্স, একাধিক ইঞ্জিন সহ গুচ্ছের সুবিধা পাবেন ক্রেতারা। টাটা নেক্সন ফেসলিফ্ট ছাড়াও আগামীদিনে বেশ কয়েকটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে সংস্থার। যেমন টাটা কার্ভ এবং টাটা অভিন্ন।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং