অ্যাপশহর

Tata Nexon EV Max : দাবাং লুকে টাটাদের নতুন ইভি! এক চার্জে 453 কিমি, মিলবে 10.25 ইঞ্চি টাচস্ক্রিন

Tata Nexon EV Max : টাটা নেক্সন ইভি ম্যাক্স গাড়ির ডার্ক এডিশন লঞ্চ করল সংস্থা। রইল দাম ও ফিচার্স

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 17 Apr 2023, 8:37 pm
Tata Nexon EV Max : টাটা মোটরসের অন্যতম জনপ্রিয় এবং লং রেঞ্জ ইলেকট্রিক গাড়ি নেক্সন ইভি ম্যাক্স-এর ডার্ক এডিশন লঞ্চ করল সংস্থা। শুধু ইন্টিরিয়র বদলায়নি, বদলেছে গাড়ির এক্সটিরিয়র ডিজাইনও। কেবিন থেকে গাড়ির চাকা সম্পূর্ণ কালো চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা নেক্সন। এখানেই শেষ নয় ক্রেতাদের চমক দেওয়ার জন্য নতুন টাচস্ক্রিনও যোগ করা হয়েছে ইলেকট্রিক গাড়িটিতে।একনজরে দেখে নিন ইলেকট্রিক গাড়ির দাম এবং ফিচার্স।
EiSamay.Com og tata nexon ev max dark edition


টাটা নেক্সন ম্যাক্স ডার্ক এডিশনের দাম

জানা গিয়েছে, এই গাড়িটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে - এক্সজেড প্লাস লাক্স, এই ভেরিয়েন্টের দাম 19.04 লাখ টাকা (এক্স-শোরুম)। আরেকটি এক্সজেড প্লাস ও লাক্স যেখানে মিলবে 7. 2 কিলোওয়াট চার্জার, এটির দাম 19.54 লাখ টাকা (এক্স-শোরুম)।
EV Charging Station in Kolkata: টাটা-দের সঙ্গে জুটি বাঁধছে KMC! কলকাতায় বসছে 40টি ইভি চার্জিং স্টেশন
টাটা নেক্সন ম্যাক্স ডার্ক এডিশন

এই এডিশনের অন্যতম আকর্ষণ হতে চলেছে এটির ইন্টিরিয়র। যেখানে নজর কাড়তে চলেছে গাড়ির 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়াও থাকতে চলেছে রিয়ার ভিউ ক্যামেরা, এইচডি ডিসপ্লে, 6টি ভাষার ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারলেস চার্জিং ইত্যাদি।
Tata Motors : Punch বা Nexon কিনতে চাইলে এই তারিখের মধ্যে বুক করুন, দাম বাড়ছে গাড়ির
চালক ও যাত্রীদের মনোরঞ্জনের জন্য এই গাড়িতে রয়েছে গ্লসি পিয়ানো ব্ল্যাক ড্যাশবোর্ড। মিলবে অটো হোল্ড সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ভেন্টিলেটেড সিটস, আইআরভিএম ডিমিং, ইলেকট্রিক সানরুফ, অটো হেডল্যাম্প, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুশ বাটন স্টার্ট/স্টপ এবং 7 ইঞ্চি টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

টাটা নেক্সন ম্যাক্স ডার্ক এডিশন রেঞ্জ

এই গাড়িতে রয়েছে 40.5 kwh ব্যাটারি প্যাক যা 143 ব্রেক হর্সপাওয়ার অব গ 250 এনএম টর্ক তৈরি করে। গাড়ির ফুল চার্জ রেঞ্জ 453 কিলোমিটার। এই গাড়িতে রয়েছে 3টি ড্রাইভিং মোড - সিটি, ইকো, এবং স্পোর্ট। গাড়িতে দু ধরণের চার্জিং বিকল্প রয়েছে 3.3 কিলোওয়াট এবং 7.2 কিলোওয়াট। সংস্থার দাবি, প্রথম চার্জারে 10-100 শতাংশ চার্জ হতে এটি সময় ব্যাটারিটি 15 ঘণ্টা এবং দ্বিতীয় চার্জারে সময় নেয় 6.5 ঘণ্টা।
Tata Nexon : 5 লাখের মাইলফলক ছুঁল টাটা নেক্সন, এসইউভি-র চাহিদা থামছে না দেশে
টাটা নেক্সন ইভি ম্যাক্স গাড়িতে 50 কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেখানে গাড়িটি 0-8- শতাংশ চার্জ হতে সময় নেয় 56 মিনিট। এই ব্যাটারির উপর 8 বছর অথবা 1,00,000 কিলোমিটার ওয়ারেন্টি দিচ্ছে টাটা মোটরস। বর্তমানে এই ইলেকট্রিক গাড়ির প্রতিদ্বন্দ্বী মাহিন্দ্রা এক্সইউভি400।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং