অ্যাপশহর

Royal Enfield Hunter : এই ‘দাবাং’ বাইকের কাছে পাত্তা পাচ্ছে না বুলেট! মাত্র 1.5 লাখেই কাঁপাচ্ছে বাজার

অল্প দিনের মধ্যেই দেশে রয়্যাল এনফিল্ডের এই মোটরসাইকেল দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে, বিক্রিতে ছাপিয়ে গিয়েছে বুলেট-কেও

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 23 Feb 2023, 11:53 am
মোটরসাইকেল বাজারে দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল এনফিল্ড। এই সংস্থার বাইক কিনতে কার্যত ঝাঁপিয়ে পরেছে মানুষ। বিশেষ করে স্বল্প বয়সের গ্রাহকরা বেশি বেশি করে কিনছে এই মোটরসাইকেল।
EiSamay.Com Royal Enfield Hunter 350 Price
Royal Enfield Hunter ফ্যাক্টরি সিলভার এডিশন (ছবি : Twitter\@Royal Enfield)


সম্প্রতি প্রকাশিত হয়েছে 2023 সালের জানুয়ারি মাসের মোটরসাইকেল বিক্রির পরিসংখ্যান। যা দেখে কার্যত চোখ ছানাবড়া সবার, বুলেটের মতো ভারতীয় বাজারে ব্যাপক জনপ্রিয় টু হুইলারকে হারিয়ে দিয়েছে একটি মোটরসাইকেল। ভাবছেন কোন সংস্থার বাইক এটি? এই টু হুইলার অন্য কোনও সংস্থার নয় বরং রয়্যাল এনফিল্ডেরই।

350 cc মোটরসাইকেলের বাজারে দারুণ ছন্দে রয়েছে এই সংস্থা। বিক্রিতে অন্যান্য টু হুইলার সংস্থাকে ছাপিয়ে গিয়েছে এনফিল্ড। এই সেগমেন্টে সংস্থার বেস্ট সেলিং মোটরসাইকেল হিসাবে উঠে এসছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। তবে আরও একটি সস্তা এনফিল্ড রয়েছে যা বুলেট-কে বিক্রির নিরিখে পিছনে ফেলেছে। এই মোটরসাইকেল হল গত বছর লঞ্চ হওয়া রয়্যাল এনফিল্ড হান্টার।
KTM 390 Adventure: শিরায় শিরায় অ্যাডভেঞ্চারের নেশা! শক্তিশালী ইঞ্জিনে নতুন মডেল আনছে KTM, কী ফিচার্স?
রয়্যাল এনফিল্ড বাইকের বিক্রি

সংস্থার সবচেয়ে বেশি বিক্রি হওয়া 5 বাইকের মধ্যে প্রথমে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 যা গত মাসে 26,134টি বিক্রি হয়েছে। তবে এটি 2022 সালের জানুয়ারির তুলনায় 2.39 শতাংশ কম, ওই বছর জানুয়ারি মাসে 26,775টি ইউনিট বিক্রি করেছিল সংস্থা। জানলে অবাক হবেন, 350 cc বাইকের বাজারে ক্লাসিক 350 এর মার্কেট শেয়ার রয়েছে 37.94 শতাংশ।
Royal Enfield Sales: বিক্রি বেড়েছে 27 শতাংশ, বছরের শুরুতেই রয়্যাল এনফিল্ড ঝড়ে উড়ে গেল প্রতিযোগীরা
তালিকায় 2 নম্বরে রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। গত মাসে এই মোটরসাইকেলের 16,574টি ইউনিট বিক্রি হয়েছে দেশে। এই দু চাকার মার্কেট শেয়ার বর্তমানে 24.06 শতাংশ।
Best Mileage Car : রয়্যাল এনফিল্ডের থেকেও বেশি মাইলেজ! এই গাড়ি কিনলে ঠকবেন না
কিন্তু তাত্পর্যপূর্ণ বিষয় হল, অনেক কম সময়ে সংস্থার বেস্ট সেলিং বাইকের তালিকায় দ্বিতীয় নম্বরে উঠে এসছে হান্টার। অন্যদিকে 2023 সালের জানুয়ারি মাসে বুলেট 350 বিক্রি হয়েছে 9,685টি ইউনিট। যদিও গত বছরের জানুয়ারি মাসের তুলনায় বিক্রির হার অনেকটাই বেড়েছে।
Best Mileage Bike : মাইলেজের বাজারে ‘লেজেন্ড’ বাইক! প্রতি লিটারে 70 কিমি ছুটবে, দাম সাধ্যের মধ্যেই
গত বছর রয়্যাল এনফিল্ড হান্টার 350 মোটরসাইকেলটি লঞ্চ হয় ভারতে। এই বাইকের দাম 1.49 লাখ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু। বাজারে এই মডেলের 3টি ভেরিয়েন্ট বিক্রি করে সংস্থা। বাইকটি প্রতি লিটারে মাইলেজ দেয় 36 কিলোমিটার। টপ স্পিড রয়েছে 114 কিমি প্রতি ঘন্টা, ব্রেকিংয়ের জন্য উপস্থিত ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং (ABS) সিস্টেম।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং