অ্যাপশহর

Ola Car: স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে আসতে চলেছে ওলার নতুন ইলেকট্রিক গাড়ি

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী সোমবার, ১৫ অগাস্ট, নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার কথা ঘোষণা করল ওলা। ইতিমধ্যেই সামনে এসেছে গাড়ির টিজার ভিডিয়ো।

Produced byAvijit Das | EiSamay.Com 10 Aug 2022, 5:05 pm
বাইকের পর এবার চার চাকার গাড়ি। আগামী সোমবার, ১৫ অগাস্ট, ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার কথা ঘোষণা করল ওলা ইলেকট্রিক। গত বছর, একই দিনে ভারতে নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার S1 Pro লঞ্চ করে এই সংস্থা। এবার, ভারতীয় বাজারে নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে এসে টাটা মোটরস সহ দেশের প্রথম সারির গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিকে জোর টক্কর দিতে চলেছে এই সংস্থা। সোমবার এই গারিটি প্রকাশ করতে চলেছে এই ওলা। সম্প্রতি, এমনই ঘোষণা করেন ওলা ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা ও সিইও ভবিশ আগরওয়াল। আগামী বছরের মধ্যেই গ্রাহকরা এই গাড়িটি হাতে পেয়ে যাবেন বলে আশাবাদী এই সংস্থা।
EiSamay.Com Ola Electric Car
প্রতীকী ছবি


ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন গাড়ি লঞ্চ করা ছাড়াও, আরও বেশ কিছু ঘোষণা করতে চলেছে এই সংস্থা। আগামী দিনে ইলেকট্রিক গাড়ি নিয়ে তাদের বিস্তর পরিকল্পনার কথাও সেদিন ঘোষণা করা হতে পারে বলেই সংস্থা সুত্রে খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে PLI স্কিমে একটি চুক্তি সাক্ষর করেছে ওলা। এর ফলে, দেশের মাটিতেই লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির উপর কাজ করতে পারবে এই সংস্থা। আগামী দিনে ভারতের ইলেকট্রিক গাড়িগুলিতে এই ব্যাটারি ব্যবহার করা হবে। এই ব্যাটারি তৈরি করার জন্য একটি নতুন কারখানা তৈরির কথাও সেদিন ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। এই কারখানায় তৈরি ব্যাটারিই ভবিষ্যতে ওলার ইলেকট্রিক গাড়িতে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, গত জুন মাসে ওলার গ্রাহক দিবস উপলক্ষে সংস্থার ফিউচার ফ্যাক্টরিতে নতুন ইলেকট্রিক গাড়িটির একটি ঝলক প্রকাশ করা হয়। ১৫ অগাস্ট নতুন এই গাড়ির বিষয়ে গ্রাহকদের আরও বেশ কিছু তথ্য প্রদান করা হবে বলেই ওলা সুত্রে খবর। গ্রাহকদের জন্য সেরা ইলেকট্রিক গাড়িটি তাঁর সংস্থা তৈরি করবে বলেই প্রতিজ্ঞা করেছেন আগরওয়াল।

Tata Tigor iCNG: টিগোরের সবচেয়ে সস্তার মডেল নিয়ে হাজির টাটা, দাম-ফিচার্স জানুন আপনি
সম্প্রতি, নিজেদের ইলেকট্রিক গাড়ির একটি টিজার ভিডিয়ো লঞ্চ করে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা। গ্রাহকদের নতুন গাড়িটির লুক ও ফিল বোঝাতেই সংস্থার তরফে এই টিজার লঞ্চ করা হয়। গাড়িটির বেশ কিছু লুক এই টিজারের মাধ্যমে প্রকাশ করা হয়। গাড়ির সামনে ও পিছনে ওলার লোগো এবং LED DRL সহ বেশ কিছু অংশের ছবিও সামনে আনা হয়।

Tata Tigor : জনপ্রিয়তার তুঙ্গে Tata Tigor EV, এক ক্লিকেই জেনে নিন দাম এবং ফিচার্স!
ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানার জন্য এই মুহূর্তে একটি ১০০০ একরের জমি অধিগ্রহণ করতে চলেছে ওলা। ইতিমধ্যেই বাজারে এসেছে ওলার ইলেকট্রিক বাইক S1 Pro। ওলার ফিউচার ফ্যাক্টরিতে চলছে এই বাইক তৈরির কাজ। গাড়ি তৈরির কারখানাটির আয়তন এই ফিউচার ফ্যাক্টরির দ্বিগুণ হবে বলেই জানানো হয়েছে সংস্থার তরফে।
লেখকের সম্পর্কে জানুন
Avijit Das

পরের খবর

ট্রেন্ডিং