অ্যাপশহর

Okaya Electric Scooter : শীত-গ্রীষ্ম-বর্ষা যেকোনও আবহাওয়ায় ছুটবে Okaya ফাস্ট ইলেকট্রিক স্কুটার, এক চার্জে রেঞ্জ 125 km, খুঁটিনাটি জেনে নিন

বাজারে লঞ্চ হল Okaya Faast F3 ইলেকট্রিক স্কুটার। এক চার্জে রেঞ্জ 125 km। দাম ও অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নিন

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 11 Feb 2023, 10:59 am
দেশে নতুন স্কুটার লঞ্চ করল Okaya EV। বাজারে এল Okaya Faast F3 Electric Scooter। এতদিন হাই রেঞ্জ সম্পন্ন স্কুটারের বাজারে বিকল্প বলতে ছিল OLA কিংবা Ather। দুই সংস্থাকে টেক্কা দিতে নতুন দু চাকা নিয়ে হাজির হল Okaya। একবার চার্জ দিলে টানা 125 km ছুটতে পারে এই স্কুটার, রয়েছে 70 kmph এর টপ স্পিডও। বাজারে অন্যান্য ইলেকট্রিক স্কুটারের মতোই এতে মিলবে হাই ক্যাপাসিটি লিথিয়াম-আয়ন ব্যাটারি। সংস্থার দাবি, এই স্কুটারে ব্যবহৃত ব্যাটারি সম্পূর্ণ ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফ।
EiSamay.Com Okaya Faast F3
Okaya Faast F3 ইলেকট্রিক স্কুটার (ছবি সৌজন্যে : okayaev.com)


সাধারণত ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন। তাদের জন্য কিছুটা স্বস্তি দিতে পারে Okaya Faast F3। এতে ব্যাটারি স্পেসিফিকেশন মিলবে 3.53 kwh লিথিয়াম-আয়ন ব্যাটারি LFP ডুয়াল ব্যাটারি প্যাক সঙ্গে রয়েছে সুইচেবেল প্রযুক্তি যা ব্যাটারি লাইফ অনেকটা বাড়িয়ে দেবে বলে মত সংস্থার। জানা গিয়েছে, এই ব্যাটারি চার্জ হতে সময় লাগে 4-5 ঘন্টা। পাশাপাশি স্কুটারে উপলব্ধ ব্যাটারি ও মোটরের উপর 3 বছরের ওয়ারেন্টি পাবেন গ্রাহকরা।
Joy E-Bike Mihos : মাত্র 999 টাকায় বুকিং! জয় ইলেকট্রিক স্কুটার নিয়ে হইচই বাজারে, কী ফিচার্স?
Okaya জানিয়েছে, তারা গ্রাহকদের জন্য আরও সস্তায় ইলেকট্রিক স্কুটার আনতে চায় যার ফলে গ্রাহকদের মধ্যে ইলেকট্রিক স্কুটার কেনার আগ্রহ আরও বেশি করে জন্মাবে। ফিচারের কথা যদি বলি, তাহলে এতে মিলবে রি-জেনারেটিভ ব্রেকিং, রিভার্স মোড এবং পার্কিং মোড, সাসপেনশনের ক্ষেত্রে উপস্থিত রয়েছে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার হাইড্রলিক স্প্রিং শক অ্যাবসর্বার।
Odysse Electric Scooter : হোম ডেলিভারির জন্য সেরা ই-স্কুটার! এক চার্জে 75 km রেঞ্জ, দামও সাধ্যের মধ্যে
Okaya EV Faast 3 মোট 6টি রঙে বাজারে ছেড়েছে সংস্থা - মেটালিক ব্ল্যাক, মেটালিক সায়ান, মেটালিক গ্রিন, ম্যাট গ্রিন, মেটালিক গ্রে, মেটালিক সিলভার এবং মেটালিক হোয়াইট। এই ইলেকট্রিক স্কুটার চালানোর জন্য 3টি রাইডিং মোড পাবে চালকরা - ইকো, সিটি এবং স্পোর্টস। স্কুটার যাতে চুরি না যায় তার জন্য এতে রয়েছে অ্যান্টি-থেফট এলার্ম। যার ফলে কেউ আপনার অনুপস্থিতিতে স্কুটার এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবে না। 125 কিমি রেঞ্জ বিশিষ্ট এই ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে 99,999 টাকা (এক্স-শোরুম)।
OLA New Scooter : আরও সস্তা হল ওলা ইলেকট্রিক স্কুটার! এক চার্জে 165 km রেঞ্জ, বুকিং শুরু
নতুন স্কুটার প্রসঙ্গে Okaya EV -এর ম্যানেজিং ডিরেক্টর আনশুল গুপ্তা বলেন, এই ইলেকট্রিক স্কুটার চালকদের আরামদায়ক এবং নিরাপদ রাইড প্রদান করবে। লেটেস্ট প্রযুক্তি এবং বৈশিষ্ট্য দ্বারা তৈরি করা হয়েছে এই স্কুটার। আমরা নিশ্চিত যে এটি টু হুইলার বাজারে গেমে চেঞ্জার প্রমাণিত হবে।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং