অ্যাপশহর

জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়াচ্ছে নিসান

বর্ধিত উৎপাদন খরচ বাগে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সম্প্রতি এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের নিসান এবং ডাটসুন মডেলের সমস্ত গাড়ির দামই বাড়ানো হবে।

EiSamay.Com 15 Dec 2019, 1:15 am
এই সময় ডিজিটাল ডেস্ক: জানুয়ারি থেকে সমস্ত মডেলের গাড়ির দাম ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে নিসান মোটর ইন্ডিয়া। বর্ধিত উৎপাদন খরচ বাগে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সম্প্রতি এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের নিসান এবং ডাটসুন মডেলের সমস্ত গাড়ির দামই বাড়ানো হবে।
EiSamay.Com nissan


নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, ‘বাজারের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দাম বাড়ানো ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় ছিল না। গাড়ি তৈরির খরচ বেড়ে যাওয়াই এর প্রধান কারণ।’ আগামী মাস থেকে গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে মারুতি সুজুকি, হুন্ডাই মোটর এবং টাটা মোটরসের মতো সংস্থাগুলি।

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং