অ্যাপশহর

ভারতে নতুন 'Kawasaki Ninja' হল লঞ্চ, দাম শুনলে চমকে যাবেন আপনি

ভারতীয় বাজারে নতুন Kawasaki Ninja ZX-10R বাইক হল লঞ্চ। নতুন রঙের পাশাপাশি এই বাইকে থাকছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার।

Produced byAvijit Das | EiSamay.Com 13 Sep 2022, 7:39 pm
ভারতের বাজারে চাহিদা বাড়ছে বাইক ও স্কুটারের। আর গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই একের পর এক বাইক ও স্কুটার লঞ্চ করে চলেছে দু'চাকা প্রস্তুতকারী সংস্থাগুলি। তবে শুধুমাত্র পেট্রল চালিত বাইক বা স্কুটারের চাহিদাই যে বাড়ছে তা কিন্তু নয়, পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক বাইক ও স্কুটারের চাহিদাও। এই বাড়তি বাড়তি চাহিদার কথা মাথায় রেখেই দেশের বাজারে নতুন Ninja বাইক নিয়ে উপস্থিত হল Kawasaki। বাইকটির পুরো নাম, Kawasaki Ninja ZX-10R। নতুন এই বাইকে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। এই বাইকে এবার থাকছে Lime Green ও Pearl Robotic White, এই দুটি রঙের অপশন। এর আগের মডেলেও এই Lime Green রঙের অপশন থাকলেও নতুন মডেলের গ্রাফিক্সে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।
EiSamay.Com Kawasaki Ninja
প্রতীকী ছবি


নতুন Kawasaki Ninja ZX10R-এ রয়েছে একটি 998 সিসির লিকুইড কুলড ইঞ্জিন। এই বাইকটি থেকে আপনি পেয়ে যাবেন 13,200 rpm-এ 203 HP-র সর্বাধিক পাওয়ার ও 114.9 NM-এর পিক টর্ক। এছাড়াও, এই বাইকে রয়েছে একটি 6 স্পিডের গিয়ার বক্স।

ভারতের বাজারে ফিরল 'TVS Apache RTR 160 ও 180, রইল দাম-ফিচার্স সব
এই বাইকে আপনি পেয়ে যাবেন মোট চারটি রাইডিং মোড। এই রাইডিং মোডগুলি হল Sport, Rain, Rod ও Rider। যে আরোহী এই বাইকটি চালাবেন, তিনি নিজের ইচ্ছে মতো এই রাইডিং মোডগুলি পরিবর্তন করতে পারবেন। তবে, এখানেই শেষ নয়। নতুন এই Kawasaki Ninja বাইকে আপনি পেয়ে যাবেন ক্রুজ কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও, এই বাইকে আপনি পেয়ে যাবেন একটি সিঙ্গেল সিট। এই সিঙ্গেল সিটের কারণে বাইকটির রোড প্রেজেন্স আরও বৃদ্ধি পাচ্ছে। নতুন এই বাইকে রয়েছে এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ইনস্ট্রুমেন্ট কালস্টারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন রাইডার। এছাড়াও, এই বাইটিতে রয়েছে ব্লুটুথের মতো গুরুত্বপূর্ণ ফিচার।

নতুন রূপে ফের ভারতে আত্মপ্রকাশ করছে 'Lambretta' স্কুটার, দাম শুনলে চমকে যাবেন আপনিও
এই বাইকটিতে আপনি পেয়ে যাবেন উন্নতমানের সাস্পেনশন। এই বাইকের সামনের চাকায় আপনি পেয়ে যাবেন Showa BFF ফর্ক ও পিছনের চাকায় থাকছে Showa BFRC lite shock absorber। সামনের ও পিছনের সাস্পেনশনগুলি অ্যাডজাস্ট করতে পারবেন আরোহীরা। অন্যদিকে, ব্রেকের কথা বলতে গেলে, সামনে ও পিছনে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক। ভারতীয় বাজারে এই বাইকটির দাম 15.99 লাখ টাকা। যা এই বাইকটির আগের মডেলের তুলনায় 85,000 টাকা বেশি। এছাড়াও, বাইকের ইঞ্জিন বা গিয়ার বক্সে কোনও পরিবর্তন করা হয়নি।
লেখকের সম্পর্কে জানুন
Avijit Das

পরের খবর

ট্রেন্ডিং