অ্যাপশহর

MG Comet : প্রতি হাজার কিমিতে 519 টাকা খরচ! টাটা টিয়াগো-র থেকে সস্তায় লঞ্চ হল এমজি কমেট

MG Comet EV : দেশে অবশেষে অফিশিয়ালি লঞ্চ হল এমজি কমেট ইলেকট্রিক গাড়ি। গাড়ির দাম 10 লক্ষ টাকারও কম, ফুল চার্জে রেঞ্জ 200 কিমিরও বেশি।

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 26 Apr 2023, 5:54 pm
MG Comet EV : গিয়ার চেঞ্জ করা, ফুয়েল ইন্ডিকেটরের কাঁটা নেমে যাওয়া, তেল ভরার ঝক্কি সবকিছু থেকে মুক্তি দিতে চলে এল এমজি কমেট ইলেকট্রিক গাড়ি। ভারতে বুধবার এই গাড়ি অফিশিয়ালি লঞ্চ করল ব্রিটিশ মরিস গ্যারেজ। এই চার আসনের ইলেকট্রিক গাড়ির দাম রাখা হয়েছে 7.98 লাখ টাকা।
EiSamay.Com MG Comet EV Launched
দেশে লঞ্চ হল এমজি কমেট ইভি


বক্সি ডিজাইনের এমজি কমেট ইলেকট্রিক গাড়ির ঝলক অনেকদিন আগেই প্রকাশ করেছিল মরিস গ্যারেজ। গাড়িটি গত সপ্তাহে উন্মোচন করা হয়। এদিন আনুষ্ঠানিক ভাবে বাজারে পা রাখল পুঁচকে ইভিটি। জানা গয়েছে, এই গাড়ি মে মাসের 15 তারিখ থেকে বুকিং করা যাবে। ডেলিভারি শুরু হবে ওই মাসের শেষ নাগাদ।

এমজি কমেট ইভি ব্যাটারি ও রেঞ্জ

গাড়িতে মজুত 17.3 kwh ব্যাটারি প্যাক যা IP67 রেটেড। জল ধুলো-বালি থেকে সুরক্ষিত থাকবে ব্যাটারি। গাড়িটি একবার ফুল চার্জ হলে রেঞ্জ দেবে 230 কিলোমিটার। ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে 3.3 কিলোওয়াট চার্জার যা গাড়ির সঙ্গেই পাবেন। এটি 100 শতাংশ চার্জ করতে সময় নেয় 7 ঘণ্টা।
Tata Tiago vs MG Comet : ফাঁকা মাঠে গোল দিচ্ছিল টাটা! সুযোগ বুঝে দারুণ গাড়ি হাজির করল MG
গাড়িটি সর্বোচ্চ 42 হর্সপাওয়ার উত্পন্ন করতে পারে, উন্নত নিয়ন্ত্রনের জন্য রয়েছে অটোমেটিক গিয়ারবক্স, এমজি কমেট লম্বায় 2974 মিলিমিটার, চওড়ায় 1505 মিলিমিটার এবং উচ্চতা 1640 মিলিমিটার, গাড়ির হুইলবেস 2010 মিলিমিটার।

ফিচার্স ও দাম

ইলেকট্রিক গাড়িতে থাকছে 2টি 10.25 ইঞ্চি টাচস্ক্রিন যার মধ্যে একটি ইনফোটেনমেন্ট সিস্টেমের জন্য এবং আরেকটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য। এছাড়া মিলবে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে সাপোর্ট ম্যানুয়াল এসি, কি-লেস এন্ট্রি, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, 3টি ইউএসবি পোর্ট ইত্যাদি।
Tata Nexon EV Max : দাবাং লুকে টাটাদের নতুন ইভি! এক চার্জে 453 কিমি, মিলবে 10.25 ইঞ্চি টাচস্ক্রিন
সুরক্ষার জন্য গাড়িতে মজুত অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন সিস্টেম, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, রিভার্স ক্যামেরা, সেন্সর এবং ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ।
Eva Solar Car : তেল না খেয়ে ছুটবে গোটা শহর! দেশের প্রথম সোলার গাড়িতে রেঞ্জ মিলবে 250 কিমি
এমজি কমেট ইভির দাম শুরু 7.98 লাখ টাকা থেকে (এক্স-শোরুম)। পরবর্তীকালে এই গাড়ির দাম বাড়তে পারে। এই গাড়ির দামের সঙ্গে যদি টাটা টিয়াগো ইভির তুলনা করা হয় তাহলে এম জি কমেট 70,000 টাকা সস্তা। টাটা টিয়াগো ইভির দাম 8.69 - 11.99 লাখ টাকা (এক্স -শোরুম)। সংস্থা জানিয়েছে, 27 এপ্রিল থেকে গাড়ির টেস্ট রাইড নেওয়া যাবে, বুকিং করা যাবে 15 মে থেকে।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং